[Ubuntu-BD] ext4 পার্টিশন দেখতে পাসওয়ার্ড লাগছে

Shabab Mustafa shabab at linux.org.bd
Mon Sep 13 12:35:11 BST 2010


ওহহ, একটা ব্যাপার মনে হয় মিস করেছি।

sudo chown -R <your username>:nogroup
/media/cb1a4748-39fd-48e2-94ed-57bd8ab492a5

এটা রান করলেই তো মনে হয় সমস্যার সমাধান হবার কথা!
---
Shabab Mustafa
Liaison Person
Ubuntu Bangladesh
https://wiki.ubuntu.com/Shabab


2010/9/13 Shabab Mustafa <shabab at linux.org.bd>

> নিচের কমান্ডটি দিলে কি দেখাচ্ছে সেটা একটু বলুন দেখি;
>
> ls -ld /media/cb1a4748-39fd-48e2-94ed-57bd8ab492a5
>
>
> ---
> Shabab Mustafa
> Liaison Person
> Ubuntu Bangladesh
> https://wiki.ubuntu.com/Shabab
>
>
> 2010/9/13 Maya Max <maya2k10 at gmail.com>
>
>> উত্তর দেবার জন্য ধন্যবাদ।
>> সমস্যা ১:
>> কমান্ডটি হয়েছে এরকম
>> sudo chown -R nobody:nogroup /media/cb1a4748-39fd-48e2-94ed-57bd8ab492a5
>>
>> টার্মিনালে প্রয়োগ করার পর পাসওয়ার্ড চেয়েছিল, দিয়েছি। কোন নতুন মেসেজ দেয়নি।
>> এখনও ফোল্ডারটি স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে না। সেই একই কথা বলছে:
>> You do not have the permissions necessary to view the contents of
>> "foldername".
>>
>>
>> On 13/09/2010, Shabab Mustafa <shabab at linux.org.bd> wrote:
>> > সমস্যা ১:
>> >
>> > সাধারণত পার্টিশনের পারমিশনজনিত সমস্যার কারণে এইরকম সমস্যা দেখা দিয়ে
>> থাকতে
>> > পারে। অর্থাৎ পার্টিশনটি আপনি যখন ফরম্যাট করেছেন তখন যে ইউজার অ্যাকাউন্ট
>> থেকে
>> > করেছেন ডিফল্টভাবেই ড্রাইভটি ধরে নিচ্ছে যে এর মালিক (Owner) হচ্ছে ওই
>> ইউজার।
>> > ফলে বাকি সবার জন্য এটির রিড পার্মিশন থাকলেও রাইট পার্মিশন থাকছে না। রাইট
>> > করতে হলে রুট দিয়ে ঢুকতে হচ্ছে।
>> >
>> > এই সমস্যার সমাধানের জন্য প্রথমে ড্রাইভটিকে মাউন্ট করুন। মাউন্ট করার পর
>> > নটিলাসে Ctrl + L চাপলে মাউন্ট অ্যাড্রেসটি ("/media/<something>") পাবেন।
>> > এইবার টারমিনালে কমান্ড রান করুন:
>> >
>> > sudo chown -R nobody:nogroup /media/<something>
>> >
>> > বি.দ্র. - '<something>' এর স্থলে আপনি নটিলাসে যা পেয়েছেন তা '<>' -এই
>> ব্যাকেট
>> > দুটো ছাড়াই সরাসরি কপি করবেন।
>> >
>> >
>> > সমস্যা ২:
>> >
>> > অ্যাকাউন্ট তৈরি করার সময়ই অপশন থাকে যে লগইন করার সময় পাসওয়ার্ড চাইবে
>> নাকি
>> > সরাসরি লগইন করবে। সম্ভবত আপনার প্রথম অ্যাকাউন্ট পাসওয়ার্ড রিকয়ারমেন্ট
>> > ডিজ্যাবল করা। এজন্য System -> Administration -> Login Screen Settings
>>  -এ
>> > গিয়ে চেক করে দেখুন কোন ইউজারকে Automatic Login এর পার্মিশন দেয়া আছে
>> কিনা।
>> > দেয়া থাকলে সেটা বন্ধ করে Show Login Screen সিলেক্ট করে দিন।
>> >
>> >
>> > আর সমস্যাগুলো সমাধান হল কিনা সেটা জানাতে ভুলবেন না দয়া করে।
>> >
>> > ধন্যবাদ এবং ঈদ মোবারক।
>> > ---
>> > Shabab Mustafa
>> > Liaison Person
>> > Ubuntu Bangladesh
>> > https://wiki.ubuntu.com/Shabab
>> >
>> >
>> > 2010/9/13 Maya Max <maya2k10 at gmail.com>
>> >
>> >> শুভেচ্ছা নিন সকলে,
>> >> উবুন্টু ১০.০৪ ব্যবহার করছি।সম্প্রতি আগের NTFS পার্টিশনগুলো ext4 এ
>> >> ফরমেট করেছি। বিভিন্ন ফাইল সেখানে পেস্ট করেছি। এই ফোল্ডারগুলোর ভিতরে
>> >> দেখতে গেলে মেসেজ দিচ্ছে নিচের মত:
>> >> The folder contents could not be displayed.
>> >> You do not have the permissions necessary to view the contents of
>> >> "foldername".
>> >> ফোল্ডার ছাড়া কোন ফাইল অবশ্য কপি পেস্ট বা দেখা যাচ্ছে।
>> >> যদি আমি টার্মিনালে গিয়ে sudo nautilus দিয়ে পাসওয়ার্ড দিয়ে ঢুকি তাহলে
>> >> ফোল্ডারের ভিতরে সবকিছু স্বাভাবিক থাকছে। এর কারণ কি? এটাই কি স্বাভাবিক?
>> >> আমার সিস্টেমে দুইজন ইউজার থাকলেও ১ম ইউজার পাসওয়ার্ড ছাড়াই ডেস্কটপে
>> >> আসে। এটা কি কারণ হতে পারে?
>> >> --
>> >> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
>> >> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>> >>
>> >> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>> > --
>> > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
>> > Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>> >
>> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>> --
>> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
>> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>>
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>
>
>


More information about the ubuntu-bd mailing list