[Ubuntu-BD] ভাল মানের একটা ভিডিও কনভার্রটার খুজছি
সাজেদুর রহিম জোয়ারদ
সাজেদুর রহিম জোয়ারদ
Sun Sep 5 09:50:03 BST 2010
মেহেদী ভাই
সালাম ও ঈদের অগ্রিম শুভেচ্ছা আপনাকে ও সবাইকে।
ভাই আপনার কাজের জন্য দুটো সফটওয়্যার পছন্দ করেছি।
প্রথমটা HandBrake (আপনি মটরসাইকেল চালান তো, এটা ব্যবহারের অভিজ্ঞতা ইতিমধ্যেই
আছে)
আপনার কম্পুতে HandBrake ইন্সটল করতে নিচের কমান্ডগুলো টার্মিনালে একটার পর
একটা চালাতে থাকেন --
sudo add-apt-repository ppa:stebbins/handbrake-snapshots
sudo apt-get update
sudo aptitude install handbrake-gtk
দ্বিতীয়টা Transmageddon Video Transcoder (যা পামু, গিল্লা খামু টাইপের একটা
কনভার্টার)
১। Application থেকে Ubuntu Software Center সেন্টার চালু করুন
২। সার্চ বক্সে “Transmageddon” অথবা “Video Transcoder” লিখে খুঁজতে দিন
৩। ইন্সটল বোতামটি চেপে ইন্সটল করুন। লগিন নেম আর পাসওয়ার্ড চাইলে দিয়ে দিন
৪। Applications->Sound & Video->Transmageddon Video Transcoder থেকে চালিয়ে
দেখুন আপনার কাজ চলে কিনা।
ধন্যবাদ
--
রিং
মুঠোফোনঃ+8801671411437
বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
ঢাকা-১০০০।
সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট
বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ
<http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/>
More information about the ubuntu-bd
mailing list