[Ubuntu-BD] Ubuntu 10.10 Beta (Maverick Meerkat) Released

সাজেদুর রহিম জোয়ারদ সাজেদুর রহিম জোয়ারদ
Fri Sep 3 02:38:59 BST 2010


রাসেল ভাই

খুবই আনন্দের সংবাদ।

আপনি যেহেতু আমাদের দলের প্রশাসক তাই আপনাকে সহ দুই দলনেতা শাবাব আর শাহরিয়ারের
কাছেও একট দাবি জানাচ্ছি। আমরা,  উবুন্টুর ব্যবহারকারীরা এবার অবশ্যই
২০.১০.২০১০ এ "ম্যাভেরিক মিরক্যাট"র রিলিজ পার্টি চাইবো। প্রতি রিলিজের সাথে
সাথেই উবুন্টু বাংলাদেশ নতুন রিলিজকে বরন করছে আর প্রচার করছে এটা খুবই আনন্দের
একটা ব্যাপার। আর এই রিলিজ পার্টিটা এবার যদি প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়ের
বনানী শাখায় করা যায় তো খুবই ভালো হয়।

আশা করি বিষয়টা সক্রিয় বিবেচনায় রাখবেন।

ধন্যবাদ

-- 
রিং
মুঠোফোনঃ+8801671411437
বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
ঢাকা-১০০০।
সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট
বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র
ব্লগ <http://toshazed.wordpress.com/>


More information about the ubuntu-bd mailing list