[Ubuntu-BD] ubuntu 10.10 তে network manager applet 0.8.1 ধীরগতিতে কাজ করছে

Maya Max maya2k10 at gmail.com
Fri Oct 29 14:31:58 BST 2010


উবুন্টু ১০.০৪ তে ফন্ট সমস্যাটা আবার হয়েছিল
(http://1.bp.blogspot.com/_JBHfzEovWs8/TMEoE4zu0eI/AAAAAAAAAvE/3TtYBcdGH_M/s1600/ubuntu-graphics-crashed.png)।
 তাই ভাবলাম যদি নতুন করে Ubuntu 10.04.1 ডাউনলোড করতে হয়, তার চাইতে
একেবারে ubuntu10.10 ডাউনলোড করে ফেলি।
এবার এমন একটা সমস্যায় পড়েছি, তা আমি ভাবতেও পারছি না। আমার nokia e51
মোবাইল ফোনকে network manager applet 0.8.1 দেরীতে চিহ্নিত করছে। লুসিডে
সিস্টেম স্টার্ট করার সাথে সাথে মোবাইলের ইউএসবি তার লাগাতাম আর কানেক্ট
হতাম। এবার ম্যাভেরিকে দেখছি মোবাইলের ইউএসবি কানেকশন দেয়ার পর ২০-৪০
সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। কোন কোনবার মোবাইলকে চিহ্নিত করতে
পারছেই না। আজ শুক্রবার সকালে ম্যাভেরিক ইনস্টল করেছি। সারাদিনে ৭-৮ বার
রিস্টার্ট করে দেখলাম। ফলাফল একই।
এই network manager applet এর কারণেই আমি লিনাক্স নিয়মিত ব্যবহার করতে
পারছি। এটাই যদি এরকম অসহযোগিতা করে তাহলে কেমন হবে? আপনারা কিছু পরামর্শ
দিননা। আমার সমস্যাটা কি হয়েছে?

ধন্যবাদ


More information about the ubuntu-bd mailing list