[Ubuntu-BD] তোশিবা নেটবুকে উবুন্টু নেটবুক এডিশন ১০.০৪ ইনস্টল করার পর সমস্যা

Shabab Mustafa shabab at linux.org.bd
Wed Oct 20 21:21:17 BST 2010


জিয়া ভাই,

স্ক্রিনের ব্রাইটনেস সমস্যার সমাধানের জন্য:

1. Panel Bar এর উপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করুন। এতে ওপেন হওয়া Context
Menu থেকে নির্বাচন করবেন 'Add to panel'

2. একটা লিস্ট ওপেন হবে। এখান থেকে খুঁজে বের করুন 'Brightness Applet' আর যোগ
করে নিন Panel-এ। এবার প্যানেল থেকেই সরাসরি ব্রাইটনেস নিয়ন্ত্রণ করার সুবিধা
পাওয়া যাবে।

=====

Wireless Connection এর জন্য ব্যাকপোর্টিং ট্রিক চেষ্টা করে দেখা যেতে পারে।
এজন্য বিকল্প ইন্টারনেট সংযোগ প্রয়োজন পড়বে।

1. টার্মিনালে কমান্ড দিন
      sudo apt-get install linux-backports-modules-wireless-lucid-generic

 বিকল্প:
  উইন্ডোজ থেকে ডাউনলোড করুন:
    ক।
http://security.ubuntu.com/ubuntu/pool/main/l/linux-backports-modules-2.6.32/linux-backports-modules-wireless-2.6.32-24-generic_2.6.32-24.17_i386.deb
    খ।
http://security.ubuntu.com/ubuntu/pool/main/l/linux-meta/linux-backports-modules-wireless-lucid-generic_2.6.32.24.25_i386.deb

  উবুন্টুতে ফিরে গিয়ে প্রথমে 'ক' এবং পরে 'খ' এর উপর ডাবল ক্লিক করে ইন্সটল
করে নিন।

2. এইবারে রিস্টার্ট।

=====

ব্লু-টুথ কাজ করাবার জন্য এইখানে একটা পদ্ধতি পেলাম:
http://ubuntuforums.org/showpost.php?p=8327841

এটা মূলত NB205 এর জন্য লেখা হলেও NB305 তেও কাজ করে বলে কেউ কেউ রিপোর্ট করেছে
দেখলাম।


More information about the ubuntu-bd mailing list