[Ubuntu-BD] ubuntu installation

সাজেদুর রহিম জোয়ারদ সাজেদুর রহিম জোয়ারদ
Fri Oct 15 06:20:09 BST 2010


wubi দিয়ে ইন্সটল করতে চাইলে সিডি কিংবা ডিভিডি থেকেই করতে হবে। কারন
সিডিএফ ফাইল সিস্টেম কেবল ডিস্কেই থাকে। আর আপনি উইন্ডোজ থেকে কিভাবে
পেনড্রাইভের থেকে wubi দিয়ে উবুন্টু ইন্সটল করবেন? এটা তো আপনার
সিডি/আইএসও থেকে তৈরী করা বুটেবল ড্রাইভ মাত্র। এক্ষেত্রে আপনার
পেনড্রইভের ভেতর আলাদভাবে মূল আইএসও টা রাখতে হবে কিংবা হার্ডডিস্কের
কোথাও রাখতে হবে। তারপর wubi থেকে ইন্সটল করার সময় লোকেশন দেখিয়ে দিতে
হবে আইএসও টার। তাহলে আর সে ডাউনলোড করতে চাইবে না।

ধন্যবাদ মিলন। উবুন্টুর প্রতি আপনার ভালোবাসায় আর আগ্রহের জন্য



-- 
রিং
মুঠোফোনঃ+8801671411437
বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
ঢাকা-১০০০।
সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট
বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ
<http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/>


More information about the ubuntu-bd mailing list