[Ubuntu-BD] গুগল ক্রোম বন্ধ করলে কম্পিউটার ক্র্যাশ করছে

Maya Max maya2k10 at gmail.com
Wed Oct 13 04:30:32 BST 2010


বোধহয় না। কারণ অনেকদিন হল ইনস্টল করা আছে। গত সপ্তাহেও তো আপডেট হল। এখন
চালু করে ভার্সন দেখতে ভয় লাগছে। ক্রোম কি রিমুভ করে নতুন করে ইনস্টল করব
নাকি?

On 13/10/2010, Abir Sadik <abir.sadik at gmail.com> wrote:
> আপনি কি chrome এর বেটা ভার্সন বেবহার করছেন?
>
> 2010/10/12 Maya Max <maya2k10 at gmail.com>
>
>> দ্রুত উত্তর দেবার জন্য ধন্যবাদ। আপনার দেয়া সমস্যার ধাপগুলো ঠিক আছে।
>> এরকই হয়। আপনার প্রশ্নের উত্তরগুলো একে একে জানাচ্ছি।
>> প্রশ্ন ১) এগুলো কি সবসময় ঘটে??
>> উত্তর: সবসময় ঘটে কি না তা পরীক্ষা করে দেখিনি। কারণ সবসময় ফায়ারফক্সের
>> পাশাপাশি ক্রোম চালু করি না। তবে আপনার উত্তর পড়ার পর ক্রোম চালু করলাম।
>> ফায়ারফক্স বন্ধ করলাম, ক্রোম বন্ধ করলাম। সঙ্গে সঙ্গে স্ক্রীণ কালো হয়ে
>> গেল। মাউস পয়েন্টার বামপাশের উপরে কোণে গিয়ে স্থির হয়ে গেল।
>>
>> এখানে আরও একটা সমস্যার কথা বলা হয়নি। কম্পিউটার রিস্টার্ট দেবার পর আমার
>> নকিয়া ই৫১ ফোনকে আর মোবাইল ব্রডব্যান্ড কানেকশনে দেখায় না। ফোনটিকেই
>> কয়েকবার রিস্টার্ট দেবার পর কাজ করে। অর্থাৎ কম্পিউটারের সমস্যাটি
>> মোবাইলকেও আক্রান্ত করে।
>>
>> প্রশ্ন ২) কোন মেসেজ কি দেখতে পান কোন যায়গায়?
>> উত্তর: না কোন মেসেজ দেখা যায়না।
>>
>> প্রশ্ন ৩) গ্রাফিক্স কি সরাসরি কালো হয়ে যায়? নাকি কালো হবার আগে ভেঙ্গে
>> যায় তারপর কাল হয়?
>> উত্তর: সরাসরি কাল হয়ে যায়। কোন উইন্ডো ভেঙ্গে যাওয়া বা এরকম কিছু হয়না।
>>
>> ভালো থাকুন
>>
>> On 13/10/2010, shiplu <shiplu.net at gmail.com> wrote:
>> > 2010/10/12 Maya Max <maya2k10 at gmail.com>:
>> >> আমি উবুন্টু ১০.০৪ এ আছি। প্রায় এমন হয় যে ফায়ারফক্স এর পাশাপাশি গুগল
>> > কি করলে সবসময় এরকম হয়?
>> > নিচের ধাপগুলো দেখুন
>> > ১) ফায়ারফক্স আর গুগল ক্রোম চালু আছে
>> > ২) ফায়ারফক্স বন্ধ করলাম
>> > ৩) ক্রোম বন্ধ করলাম।
>> > ৪) স্ক্রীন কালো হয়ে গেল। কার্সর ব্লিংক করা শুরু করল।
>> > ৫) এই অবস্থায় কম্পিউটার হ্যাঙ করল।
>> >
>> > প্রশ্ন ১) এগুলো কি সবসময় ঘটে??
>> > প্রশ্ন ২) কোন মেসেজ কি দেখতে পান কোন যায়গায়?
>> > প্রশ্ন ৩) গ্রাফিক্স কি সরাসরি কালো হয়ে যায়? নাকি কালো হবার আগে ভেঙ্গে
>> > যায় তারপর কাল হয়?
>> >
>> >
>> >
>> >> ক্রোম দিয়ে ব্রাউজ করছি। এমতাবস্থায় ফায়ারফক্স বন্ধ করার পর ক্রোম বন্ধ
>> >> করলে কম্পিউটারের স্ক্রীণ কালো হয়ে যায়, বামপাশের উপরে কোণায় একটি ড্যাস
>> >> মিটমিট করতে থাকে। শেষে কোন উপায় না দেখে রিস্টার্ট বোতাম টিপে (কেসিং
>> >> এর) কম্পিউটার রিস্টার্ট দেই। এটা কি কারনে হতে পারে বুঝতে পারছি না।
>> >> মেমরী'র কারণে কি? আমার কম্পুর মেমরি ১ গিগাবাইট। দয়া করে কেউ সাহায্য
>> >> করবেন কি?
>> > ৯৯.৯৯% সম্ভাবনা আছে যে এটা মেমরী ঘটিত কোন সমস্যা না।
>> >
>> > আপনাকে যে প্রশ্নগুলো করেছি তার উত্তর দিলে ট্রাবলশুট করতে সুবিধে হবে।
>> >
>> >> --
>> >> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
>> >> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>> >>
>> >> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>> >
>> >
>> >
>> > --
>> > Shiplu Mokadd.im
>> > My talks, http://talk.cmyweb.net
>> > Follow me, http://twitter.com/shiplu
>> > SUST Programmers, http://groups.google.com/group/p2psust
>> > Innovation distinguishes bet ... ... (ask Steve Jobs the rest)
>> > --
>> > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
>> > Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>> >
>> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>> --
>> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
>> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>>
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


More information about the ubuntu-bd mailing list