[Ubuntu-BD] গুগল ক্রোম বন্ধ করলে কম্পিউটার ক্র্যাশ করছে

Maya Max maya2k10 at gmail.com
Tue Oct 12 14:52:07 BST 2010


আমি উবুন্টু ১০.০৪ এ আছি। প্রায় এমন হয় যে ফায়ারফক্স এর পাশাপাশি গুগল
ক্রোম দিয়ে ব্রাউজ করছি। এমতাবস্থায় ফায়ারফক্স বন্ধ করার পর ক্রোম বন্ধ
করলে কম্পিউটারের স্ক্রীণ কালো হয়ে যায়, বামপাশের উপরে কোণায় একটি ড্যাস
মিটমিট করতে থাকে। শেষে কোন উপায় না দেখে রিস্টার্ট বোতাম টিপে (কেসিং
এর) কম্পিউটার রিস্টার্ট দেই। এটা কি কারনে হতে পারে বুঝতে পারছি না।
মেমরী'র কারণে কি? আমার কম্পুর মেমরি ১ গিগাবাইট। দয়া করে কেউ সাহায্য
করবেন কি?


More information about the ubuntu-bd mailing list