[Ubuntu-BD] Ubuntu 10.10 Released
সাজেদুর রহিম জোয়ারদ
সাজেদুর রহিম জোয়ারদ
Sun Oct 10 16:46:22 BST 2010
বন্টু'দের শুভেচ্ছা।
আজ আসলো উবুন্টু ১০.১০, ইনশাল্লাহ আগামী মাসেই আসবে মিন্টের নতুন সংস্করন। তবে
মনে হয় না ল্যুসিড কিংবা ইসাডোরা থেকে আর আপগ্রেড করা হবে। একেবারে উবুন্টু
১২.০৪ আর মিন্ট ১৩ তে গিয়ে আপগ্রেড করবো।
সবাই ভালো থাকুন। আজকের বাইনারি দিবসে সবাইকে "ম্যাভেরিক"র উন্মুক্ত হবার
শুভেচ্ছা।
--
রিং
মুঠোফোনঃ+8801671411437
বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
ঢাকা-১০০০।
সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট
বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ
<http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/>
More information about the ubuntu-bd
mailing list