[Ubuntu-BD] বেশ কিছু সমস্যা!!!

সাজেদুর রহিম জোয়ারদ সাজেদুর রহিম জোয়ারদ
Tue Oct 5 02:37:04 BST 2010


প্রিয় দুর্লভ

>
> ল্যান সংক্রান্ত কয়েকটি ঝামেলায় আছি।
>

আপনার ল্যানটা সার্ভার বেজড/ওয়ার্কগ্রুপ বেজড/মিক্সড? সার্ভার বেজড হলে কতগুলো
ক্লায়েন্ট পিসি? কতগুলো 'লিনাক্সে' চলে আর কতগুলো 'জানালা'তে? সার্ভার ওএস কি?


> ল্যানের সবগুলো পিসির শেয়ার্ড ফোল্ডার একসাথে দেখার কোন সফটওয়ার আছে কি? পোর্ট
> স্ক্যানার দিয়ে এলাইভ হোস্ট ফিল্টার করা যায়, এংরি আইপি স্ক্যানার দিয়েও তা করা
> যায়, কিন্তু সরাসরি শেয়ার্ড ফোল্ডার ফিল্টার করতে পারে...(যেমন উইন্ডোজে ইউজ
> করতাম নেটওয়ার্ক স্ক্যানার....ওয়াইন দিয়ে এই সফটওয়ার চালানো গেলেও, কোন পিসিই
> খুজে পায় না), এমন ধরনের একটা সফটওয়ার খুবই দরকার।
>

আগে উপেরর তথ্য গুলো জেনে নি তারপর গুগল মামার সাহায্যে আশা করি আপনার মনমতো
কিছু একটা ম্যানেজ করে দিতে পারবো। আর উবুন্টুতে কোন নেটওয়ার্ক শেয়ার ফোল্ডারে
একবার এক্সেস করলে সেটা সিস্টেম লাইফটাইম অথবা সিঙ্গেল সেশন অটোমাউন্ট করে
রাখার ব্যবস্থা আছে। আশা করি এটা দিয়েই আপনার কাজ চলে যাবে।

এমনিতে নেটওয়ার্ক সার্ভারে আলাদা আলাদা ভাবে সবগুলো উইন্ডোজ শেয়ার্ড ফোল্ডারে
> ঢোকা যায়, কিন্তু কয়েকটিতে আবার ঢোকা যায় না, কারন কি, কারো জানা আছে কি???
>

এই সমস্যার কারন ঐ পিসিগুলো আপনার ডোমেইনের অন্তর্ভুক্ত নয় কিংবা শেয়ার
ফোল্ডারের পারমিশানে ভুল আছে।

আরও ছোটখাট কিছু সমস্যায় আছি। সেদিন ক্ল্যাম এভি এন্টিভাইরাস ইন্সটল করলাম,
> কিন্তু আপডেট করতে পারছি না, ভাইরাস ডাটাবেজ ডিরেক্টরিতে /var/lib/clamav can't
> open this directory বলছে। আপডেটও করা যাচ্ছে না।
>

এটার প্রয়োজনীয়তাটা কি জানতে পারি? আপনার লিনাক্স সার্ভারে হোস্ট করা উইন্ডোজ
অ্যাপ্লেকিশান/ওয়েব অ্যাপ্লিকেশনে যেন ক্ষতিকারক ভাইরাস/স্প্যাম অ্যাটাক করে
পরবর্তীতে আপনার ঐ অ্যাপ্লিকেশান ব্যবহারকারী 'জানালা' ক্লায়েন্টগুলোতে
ক্ষতিসাধন না হয় সেজন্যই এই অ্যান্টিভাইরাস। এটা লিনাক্সের কোন অ্যান্টিভাইরাস
না। আর লিনাক্সে আপনি অনুমোদন না দিলে কোন ভাইরাসই, কখনোই কোন ক্ষতিসাধন করতে
পারবে না।

কয়েকদিন আগে crossover দিয়ে অফিস ২০০৭ ইন্সটল করলাম, কিন্তু কোন ফাইল সরাসরি
> ডাবল ক্লিকে ওপেন করা যায় নে, একটা
> মেসেজ আসে, Your anti-virus does not seem to be working, or it could not
> scan the /home/durlav/Desktop/.........docx file for some reason. Do u want
> to continue anyway? এখানে কন্টিনিউ দিলেও কিছুই হয় না, ওয়ার্ড application
> panelথেকে ওপেন করে তারপরে ওপেন ফাইলের মাধ্যামে ওপেন করতে হয়। এর সমাধান
> কি???
>

কোন দরকার ছিলো কি? ফ্রি আর ওপেনসোর্সের মধ্যে চোরাই সফটের ব্যবহার করার?
আর এখানে আপনার ইন্সটল প্রসেসে কিছু ভুল ছিলো। সমস্যটা সেজন্যই।


> আর একটাই সমস্যা, সেদিন amarok আর KD Player install করলাম। ঠিকঠাক মত সব
> কিছুই হল, কিন্তু এই দুই প্লেয়ারের কেউই কোন
> মিডিয়া চালাতে পারে না, কেডিই বেসড প্রোগ্রাম কি জিনোমে চলেই না নাকি??? চলার
> কথা বলেই তো জানি!
>

আমার জানামতে KD Player বলে কিছু জানা নেই। KM Player নামে একটা আছে। আর ইন্সটল
যেহেতু হয়েছে তাই গ্নোম এনভায়রনমেন্টেই চলবে ওই সফটগুলো। আর মিডিয়া চালাতে
পারেনা এর কারন আপনার মিডিয়া গুলো যেমন mp3, avi, mpeg, dat এই সব এক্সটেনশানের
ফাইলগুলো রেস্ট্রিকটেড কোডেক বহনকারী মিডিয়া আর তাই এগুলো চালাতে দরকার
ubuntu-restricted extras। কষ্ট করে সিন্যাপটিক থেকে খুঁজে নিয়ে ইন্সটল করে
নিন। আশা করি তারপর খালি "মজাই মজা"।

ওহো, আরও একটা সমস্যা ছিল!!!... আমার Samsung D830 মোবাইল কানেক্ট করলে
> নেটওয়ার্ক কানেকশানে কানেকশান এভেইলেবল দেখালেও, কানেক্ট করতে পারে না!....কোন
> মেসেজ় ও পাই না!..... এর সমাধানই বা কি???  অন্য মোবাইলে আবার ঠিকই পারে!


সবডাটা ব্যাকআপ করে নিয়ে আপনার মুঠোফোনটাকে ফ্ল্যাশ করে নিন তারপর চেষ্টা করুন।
আমি ধারনা করছি মুঠোফোনটি ভাইরাসে আক্রান্ত।


> আর আমার ফ্রেণ্ড উবুন্টুর প্যানেল থেকে বেশ কিছু অপশন ভুলে ডিলিট করে ফেলে,
> উবুন্টুতে সিস্টেম ডিফল্টের কোন কমান্ড ব্যাবহার করা যায় কি, যাতে ডিফল্ট যেসব
> অপশনে পুনরায় ফেরত আসা যায়????
>

আপনার উক্ত ডেস্কটপের কতগুলো স্ক্রিনশট নিয়ে কোন ফ্রি ইমেজ সার্ভারে হোস্ট করে,
তারপর সেটার লিংক দিয়ে দিন এখানে। সমস্যাটা পরিষ্কার বোঝা যাচ্ছে না।


> সবাইকে ধন্যবাদ, ভাল থাকবেন সবাই।..........:) [গত ২৮শে সেপ্টেম্বর পোষ্ট
> করেছিলাম, কিন্তু সার্ভার সমস্যার কারনে যায় নি, আশা করছি এবার যাবে....:)]
>
>
আপনিও ভালো থাকুন সুস্থ থাকুন। মুক্তসোর্সযুক্ত আর মুক্ত সফটওয়্যারের সাথেই
থাকুন।

Hail Linuxing

-- 
রিং
মুঠোফোনঃ+8801671411437
বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
ঢাকা-১০০০।
সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট
বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ
<http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/>


More information about the ubuntu-bd mailing list