[Ubuntu-BD] বেশ কিছু সমস্যা!!!

Durlav kibriadurlav at yahoo.com
Mon Oct 4 17:37:03 BST 2010







	 
	
	 
	




ল্যান
সংক্রান্ত কয়েকটি ঝামেলায়
আছি। ল্যানের সবগুলো পিসির
শেয়ার্ড ফোল্ডার একসাথে দেখার
কোন সফটওয়ার আছে কি? পোর্ট
স্ক্যানার দিয়ে এলাইভ হোস্ট
ফিল্টার করা যায়, এংরি
আইপি স্ক্যানার দিয়েও তা করা
যায়, কিন্তু সরাসরি
শেয়ার্ড ফোল্ডার ফিল্টার
করতে পারে...(যেমন উইন্ডোজে ইউজ করতাম নেটওয়ার্ক স্ক্যানার....ওয়াইন দিয়ে এই সফটওয়ার চালানো গেলেও, কোন পিসিই খুজে পায় না), এমন
ধরনের একটা সফটওয়ার খুবই
দরকার।

এমনিতে
নেটওয়ার্ক সার্ভারে আলাদা
আলাদা ভাবে সবগুলো উইন্ডোজ
শেয়ার্ড ফোল্ডারে ঢোকা যায়,
কিন্তু কয়েকটিতে
আবার ঢোকা যায় না, কারন
কি, কারো জানা আছে
কি???  




আরও
ছোটখাট কিছু সমস্যায় আছি।
সেদিন ক্ল্যাম এভি এন্টিভাইরাস
ইন্সটল করলাম, কিন্তু
আপডেট করতে পারছি না, ভাইরাস
ডাটাবেজ ডিরেক্টরিতে
/var/lib/clamav can't open this directory বলছে।
আপডেটও করা যাচ্ছে না। 




কয়েকদিন
আগে crossover দিয়ে অফিস
২০০৭ ইন্সটল করলাম, কিন্তু
কোন ফাইল সরাসরি ডাবল ক্লিকে
ওপেন করা যায় নে, একটা
মেসেজ আসে, Your anti-virus does not seem to be
working, or it could not scan the /home/durlav/Desktop/.........docx
file for some reason. Do u want to continue anyway? এখানে
কন্টিনিউ দিলেও কিছুই হয় না,
ওয়ার্ড application
panelথেকে ওপেন করে
তারপরে ওপেন ফাইলের মাধ্যামে
ওপেন করতে হয়। এর সমাধান কি???



আর একটাই
সমস্যা, সেদিন
amarok আর KD Player
install করলাম। ঠিকঠাক
মত সব কিছুই হল, কিন্তু
এই দুই প্লেয়ারের কেউই কোন
মিডিয়া চালাতে পারে না,
কেডিই বেসড প্রোগ্রাম
কি জিনোমে চলেই না নাকি???
চলার কথা বলেই তো
জানি!



ওহো,
আরও একটা সমস্যা
ছিল!!!... আমার Samsung
D830 মোবাইল কানেক্ট
করলে নেটওয়ার্ক কানেকশানে
কানেকশান এভেইলেবল দেখালেও,
কানেক্ট করতে পারে
না!....কোন মেসেজ়
ও পাই না!..... এর
সমাধানই বা কি???  অন্য মোবাইলে আবার ঠিকই পারে! আর আমার ফ্রেণ্ড উবুন্টুর প্যানেল থেকে বেশ কিছু অপশন ভুলে ডিলিট করে ফেলে, উবুন্টুতে সিস্টেম ডিফল্টের কোন কমান্ড ব্যাবহার করা যায় কি, যাতে ডিফল্ট যেসব অপশনে পুনরায় ফেরত আসা যায়???? 




সবাইকে
ধন্যবাদ, ভাল
থাকবেন সবাই।..........:) [গত ২৮শে সেপ্টেম্বর পোষ্ট করেছিলাম, কিন্তু সার্ভার সমস্যার কারনে যায় নি, আশা করছি এবার যাবে....:)]

দুর্লভ,গাজীপুর, আইইউটি।





      


      


More information about the ubuntu-bd mailing list