[Ubuntu-BD] Connect to Zoom Ultra

সাজেদুর রহিম জোয়ারদ সাজেদুর রহিম জোয়ারদ
Tue Nov 30 15:59:49 GMT 2010


প্রিয় খন্দকার শওকত উর রহমান

I am new at ubuntu and installed the version 10.0.0.4 today. I would like to
> connect internet by using zoom ultra modem. Is i possible?


খুবই সম্ভব।

১। আপনার উবুন্টুতে সিস্টেম>>অ্যাডমিনিষ্ট্রেশান>>সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার
থেকে usb-modswitch এবং usb-modswitch-data প্যাকেজ দুটো ইন্সটল করুন। অফলাইনে
করতে চাইলে এখান<http://ftp.br.debian.org/debian/pool/main/u/usb-modeswitch/usb-modeswitch_1.1.4-2_i386.deb>এবং
এখান<http://ftp.jp.debian.org/debian/pool/main/u/usb-modeswitch-data/usb-modeswitch-data_20100826-1_all.deb>থেকে
প্যাকেজ দুটো নামিয়ে নিয়ে তারপর ডবল ক্লিক করে ইন্সটল করুন।
২। এরপর মডেম সহ অন্যান্য ইউএসবি ডিভাইস (কি-বোর্ড/মাউস বাদে) পিসি থেকে খুলে
নিয়ে পিসি রিবুট করুন।
৩। রিবুট করার সময় বুট স্ক্রিন আসলে মডেম কানেক্ট করে দিন।
৪। এবার দেখুন আপনার নেটওয়ার্ক ম্যানেজারে New Mobile BroadBand Connection
(CDMA) বলে একটা অপশন দেখাবে। এখান থেকে ক্লিক করে আপনার সিটিসেল নেট কনফিগার
করে নিন। কনফিগার করার সময় ইউজার নেম এবং পাসওয়ার্ড হিসেবে দুই জায়গাতেই waps
লিখুন।

আশা করি আপনার সিটিসেল জুম আলট্রা নেটে কানেক্টেড হবে।

ধন্যবাদ আপনাকে।

-- 
রিং
+8801671411437

বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
ঢাকা-১০০০।

সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্স মিন্ট
বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র
ব্লগ <http://toshazed.wordpress.com/>


More information about the ubuntu-bd mailing list