[Ubuntu-BD] Eid Mubarak to All
সাজেদুর রহিম জোয়ারদ
সাজেদুর রহিম জোয়ারদ
Tue Nov 16 09:27:26 GMT 2010
সবাই কে ঈদ-উল-আযহা 'র শুভেচ্ছা।
এই ঈদের ত্যাগের মহিমায় আমাদের জীবন থেকেও আমরা হিংসা বিদ্বেষকে ত্যাগ করি। গড়ে
তুলি এক সুন্দর জীবনধারা।
মহান আল্লাহ তা'য়ালা আমাদের সবাইকে অত্যন্ত আনন্দের সাথে ঈদ উদযাপনের তওফিক
দিন।
--
রিং
+8801671411437
বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
ঢাকা-১০০০।
সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্স মিন্ট
বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র
ব্লগ <http://toshazed.wordpress.com/>
More information about the ubuntu-bd
mailing list