[Ubuntu-BD] দেড় কুড়ি ফন্ট ইন্সটল করার নতুন কায়দা (প্যাকেজ)
Shabab Mustafa
shabab at linux.org.bd
Fri Nov 12 19:34:53 GMT 2010
আপডেট:
----------
এখন থেকে ttf-banglaunicode প্যাকেজটি শুধু ডেবিয়ানই নয় আরপিএম বেসড
ডিস্ট্রোগুলোতেও ব্যবহার করা যাবে। ttf-banglaunicode-0.2b2.noarch.rpm নামের
ইন্সটলার প্যাকেজটি ডাউনলোড করা যাবে আগের সাইট [0] থেকেই।
এই .rpm ইন্সটলার প্যাকেজটি ইতিমধ্যে পরীক্ষা করা হয়েছে Fedora 14 (i686),
Fedora 14 (x86_64) এবং RHEL 6 Beta ভার্সনে। এই প্যাকেজটি টেস্টিংয়ে সাহায্য
করেছে আশিকুর রহমান এঞ্জেল। এঞ্জেলকে অনেক অনেক ধন্যবাদ।
---
Shabab Mustafa
Liaison Person
Ubuntu Bangladesh
https://wiki.ubuntu.com/Shabab
More information about the ubuntu-bd
mailing list