[Ubuntu-BD] which printer (low duty, single user) model works in ubuntu
shiplu
shiplu.net at gmail.com
Thu Nov 11 16:13:38 GMT 2010
এই পর্যন্ত আমি যা দেখেছি। লেক্সমার্কের প্রিন্টার লিনাক্সে ভাল সাপোর্ট দেয়
না। আমার লেক্সমার্ক Z1320 কে চালাতে পারি না লিনাক্সে।
আমার বেশ কিছউ ফ্রেন্ডকেও লেক্সমার্ক কনফিগার করে দিতে পারিনি। মোটামুটি হেভি
ডিউটি কাজের জন্য অফিসে যেসব প্রিন্টার ইউজ করা হয় তা দেখা যায় সব লিনাক্সেই
পেয়ে যায়।
আমার মনে হয় এইচপি আর ক্যানন সাপোর্ট করবে। আমার বাবার এইচপি সাপোর্ট করত।
অফিসে বিশাল সাইজের একটা ক্যানন প্রিন্টার আছে। ফ্রিবিএসডি দিয়ে সেটা খুব ভাল
ভাবে কনফিগার করা।
--
Shiplu Mokadd.im
My talks, http://talk.cmyweb.net
Follow me, http://twitter.com/shiplu
SUST Programmers, http://groups.google.com/group/p2psust
Innovation distinguishes bet ... ... (ask Steve Jobs the rest)
More information about the ubuntu-bd
mailing list