আমার লেক্সমার্ক Z615 মডেলের প্রিন্টার আছে, কিন্তু তা লিনাক্স মিন্ট ৯ এ সাপোর্ট করে না। নেট ঘেটে দু'একটা উপায় বের করলেও বাস্তবে কাজে লাগাতে পারিনি (হয়ত আমার কোনও ভুলের জন্য হতে পারে) যাই হোক, আপনাদের মধ্যে কেউ নিজে পরীক্ষা করে সফল হয়ে থাকলে কিভাবে কি করব এ নিয়ে একটা লেখার সন্ধান দিলে উপক্রিত হব।