[Ubuntu-BD] which printer (low duty, single user) model works in ubuntu
সাজেদুর রহিম জোয়ারদ
সাজেদুর রহিম জোয়ারদ
Thu Nov 11 06:00:19 GMT 2010
প্রিয় নূর ভাই
2010/11/11 Md Ashickur Rahman Noor <ashickur.noor at gmail.com>
> I know that All HP Printer works well in Ubuntu.
> Thank you
>
এইচপি কিংবা স্যামসাং, ক্যানন কিংবা লেক্সমার্ক কিংবা ব্রাদার সব ব্যান্ডেরই
কিছু প্রিন্টারের লিনাক্স ড্রাইভার সরাসরি ইন্সটল করা যায় না। এটা বেশ জটিল
একটা প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহার করা সম্ভব। তবে তুলনামূলকভাবে লেক্সমার্কের
প্রিন্টার গুলো বেশিরভাগই লিনাক্স সাপোর্টেড।
প্রিয় রনি ভাই
আপনি প্রাতিষ্ঠাকি ব্যবহারের জন্য ক্যানন কিংবা লেক্সমার্কের মাল্টিপারপাস
প্রিন্টারগুলো থেকে একটা বেছে নিতে পারেন। আর ডেক্সটপ প্রিন্টিংয়ের জন্য আপনি
যে মডেলটি পছন্দ করেছেন সেই টিকে উবুন্টু কিংবা লিনাক্স মিন্টে চালানোর
ব্যাপারে আমি আপনাকে সরাসরি সাহায্য করতে পারি।
ধন্যবাদ
--
রিং
+8801671411437
বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
ঢাকা-১০০০।
সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্স মিন্ট
বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র
ব্লগ <http://toshazed.wordpress.com/>
More information about the ubuntu-bd
mailing list