[Ubuntu-BD] ল্যুসিডে সিডি দিয়ে সফটওয়্যার ইন্সটলেশন সমস্যা।

সাজেদুর রহিম জোয়ারদ সাজেদুর রহিম জোয়ারদ
Mon Nov 8 10:34:29 GMT 2010


প্রিয় শোয়েব মাহমুদ ভাই

অনেক দিন পর আপনাকে মেইলিং লিস্টে পেয়ে ভালো লাগছে।

ল্যুসিডে আমি লিনাক্স-মিন্টের সিডি দিয়ে গিম্প ইন্সটল করতে চাই।


এটা সম্ভব না। কারন গিম্প প্রিইন্সটলড কিংবা প্রি-প্যাকেজড অবস্থায় একটা আইএসও
তে থাকে। আপনি ঐ আইএসও থেকে একটা সুনির্দিষ্ট প্যাকেজ বা সফটওয়্যার যেমন গিম্প
সরাসরি প্যাকেজ ম্যানেজার ব্যবহার করে ইন্সটল করতে গেলে সমস্যা দেখা দেবে।
এক্ষেত্রে আপনি অল্টারনেট সিডি কিংবা আপনার কোন পিসি যেটাতে কিনা আপনি
ম্যানুয়ালি গিম্প ইন্সটল করেছেন সেটা ব্যবহার করে একটা অ্যাপটন সিড ব্যাকআপ
তৈরী করুন। তারপর ওটাকে সফটওয়্যার সোর্স সিডি হিসেবে ব্যবহার করুন।


> এজন্য সিস্টেম>অ্যাডমিসিস্ট্রেশন>সফটওয়্যার সোর্সেস থেকে আদার সফটওয়্যারে গিয়ে
> অ্যাড সিডিরমে ক্লিক করলে," প্লিজ ইনসার্ট এ ডিস্ক ইন দি ড্রাইভ" আসে। কিন্তু
> ডিস্ক ঢুকিয়ে ওকে দিলে "এরর স্ক্যানিং দি সিডি এফঃ ফেইলড টু মাউন্ট দি সিডি"
>  মেসেজ আসে। উল্লেখ্য সিডি বা সিডিরমে সমস্যা নাই। এখানে সমস্যা হচ্ছে কোথায়?
>

এ সমস্যাটার মূলে আমার ধারনা মতো আপনার সিডি/ডিভিডি রম টা। অন্য যে কোন
সিডি/ডিভিডি কি ঠিকমতো পড়তে পারছে?

যদি না পারে তো আপনি প্রথমত আপনার সিডি/ডিভিডি রমটি রমক্লিনিং সিডি দিয়ে
পরিষ্কার করে দেখুন। তারপরেও যদি সমস্যা রয়ে যায় তো ধরে নিতে হবে আপনার রমের
লেজার হেড পাল্টাতে হবে।

আর যদি পারে তো আপনাকে প্রথমেই যে কথাটা বললাম সেটাই ঘটছে। সফটওয়্যার সোর্স
হিসেবে আপনার সিডিটাকে নিচ্ছে না।


-- 
রিং
+8801671411437

বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
ঢাকা-১০০০।

সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্স মিন্ট
বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র
ব্লগ <http://toshazed.wordpress.com/>


More information about the ubuntu-bd mailing list