[Ubuntu-BD] দেড় কুড়ি ফন্ট ইন্সটল করার নতুন কায়দা (প্যাকেজ)
সাজেদুর রহিম জোয়ারদ
সাজেদুর রহিম জোয়ারদ
Thu Nov 4 00:54:17 GMT 2010
জট্টিল কাজ হয়েছে শাবাব। তোমায় অভিনন্দন। একটু খেটে লঞ্চপ্যাডে রিপোর্ট করে দাও
যে এই প্যাকেজটা উবুন্টুর রিপোতে আমাদের দরকার। আমরা সবাই মানে যাঁরা বাংলায়
কম্পিউটিং করতে চাই তারা ওটায় রিপোর্ট করি। আশা করা যায় ১১.০৪ থেকে তোমার এই
প্যাকেজ রিপোতে যোগ হয়ে যাবে।
ধন্যবাদ।
--
রিং
+8801671411437
বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
ঢাকা-১০০০।
সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্স মিন্ট
বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র
ব্লগ <http://toshazed.wordpress.com/>
More information about the ubuntu-bd
mailing list