[Ubuntu-BD] ন্যাটি নারহোয়েল (উবুন্টু ১১.০৪) এর কিছু খবর

সাজেদুর রহিম জোয়ারদ সাজেদুর রহিম জোয়ারদ
Mon Nov 1 17:53:27 GMT 2010


@ শাবাব

দারুন তরতাজা খবর। ধন্যবাদ তোমায।

৩. পরীক্ষামূলকভাবে ওপেন অফিসের পরিবর্তে আসছে লিবার অফিস (Libre Office)
>

লিবঁয় বা লিব্রে শব্দটার মানেও কিন্তু ওপেন বা মুক্ত।


> ৪. থান্ডারবার্ড এবারও আসছে না। উবুন্টু ১১.১০ এর জন্য বিবেচনা করা হবে
>

এটা ছাড়া অবশ্য জানালার আউটলুকের সমকক্ষ/বিকল্প লিনাক্সের জন্য আপাতত নেই।


> ৬. এবার গিম্প (GIMP) এর বদলে পাইটিভি (PiTiTv) থাকছে
>

গিট্টু ছুটছে। GIMP এর বদলে পাইটিভি দিয়া কেমনে যে 2D গ্রাফিক্স ডিজাইনের কাজ
করুম দাদা !!!  বুঝতাছিনা।


শাবাব তোমায় আরেক কিস্তি ধন্যবাদ জনিয়ে

-- 
রিং
+8801671411437

বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
ঢাকা-১০০০।

সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট
বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ
<http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/>


More information about the ubuntu-bd mailing list