[Ubuntu-BD] নেট সংযোগ ঘটাতে পারছি kintu Bngal likhte parchina aar Sound ashchena

Aero River aero4k at gmail.com
Mon May 31 13:28:14 BST 2010


নতুন সিস্টেমে প্রথম প্রথম কিছু সমস্যা তো হবেই। দু'এক দিনের মধ্যেই ঠিক
হয়ে যাবে। উবুন্টুর প্রতি আগ্রহটা ধরে রাখুন। দেখবেন কম্পিউটার চালিয়ে
খুব স্বস্তি পাবেন।

বাংলা লিখতে তো কোন সমস্যা হবার কথা নয়। আপনি উইন্ডোজে অভ্র ব্যবহার
করতেন সেটা বুঝলাম। কিন্তু কোন কিবোর্ড ব্যবহার করতেন? পুরনো বিজয়? নাকি
ফোনেটিক?
আপনি তো http://www.banglahacks.com/2010/05/use-ibus-to-write-bangla-in-ubuntu.html
এই লিংকে বাংলাতেই মন্তব্য করেছিলেন।



On 5/31/10, Lenin <lenin at phpxperts.net> wrote:
> প্রযুক্তি বোঝার প্রয়োজন নেই। সবার বুঝতে হয়না। আপনি অনুগ্রহ করে আমাদের
> প্রযুক্তি ফোরামের দেয়া ঠিকানায় সদস্য হোন ওখানে আরো অনেক টপিক খুঁজে পেতেও
> আপনার সুবিধা হবে।
>
> ওখানে স্ক্রীনশটও পাঠানো যাবে। এখানে এটাটমেন্ট দেয়া যায়না তবে কোথাও আপলোড
> করে তার লিংক দেয়া যায়।
>
> ধন্যবাদ।
>
> লেনিন
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


-- 
Aero
http://www.banglahacks.com


More information about the ubuntu-bd mailing list