[Ubuntu-BD] নেট সংযোগ ঘটাতে পারছি kintu Bngal likhte parchina aar Sound ashchena

Ovro Niil ovroniil at gmail.com
Mon May 31 08:51:54 BST 2010


সুশান্তদা,

আপনি দয়া করে নীচের প্রশ্নগুলোর উত্তর দেবেন কি?

১। আপনি উবুন্টু কিভাবে ইন্সটল করেছেন? আপনি কি উবি ব্যবহার করেছেন (মানে
উইন্ডোজ চালু থাকা অবস্থায় উবুন্টুর সিডি ঢুকিয়ে অন্যান্য সফটওয়্যার যেভাবে
ইন্সটল করে সেভাবে উবুন্টু ইন্সটল করেছেন) নাকি পিসির বায়োসে গিয়ে বুট
প্রায়োরিটি পাল্টে সিডি থেকে পিসি বুট করে পারটিশান করে ইন্সটল করেছেন?

২। আপনি বাংলা লেখার জন্য উইন্ডোজে কোন কিবোর্ড লেয়াউট ব্যবহার করেন? অভ্র
ফনেটিক? যদি অভ্র ফনেটিক হয়ে তবে আপনি এই
লিংকে<http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=42&t=4255&st=0&sk=t&sd=a&start=20#p47605>গিয়ে
ধাপে ধাপে অভ্র ফনেটিক ইন্সটল করার পদ্ধতিটি দেখুন।

৩। আপনার স্পিকার কি পিসির সাথে ইউএসবি পোর্ট দিয়ে কানেক্টেড?

৪। আপনার গ্রাফিক্স কার্ডের মডেল বলবেন কি?


আমার মনে হচ্ছে আপনি যদি বিভিন্ন স্ক্রিনশটসহ প্রশ্ন করতেন বা আপনাকে বিভিন্ন
স্ক্রিনশটসহ উত্তর দিতে পারলে আপনাকে বোঝানো সহজ হত। কিন্তু দুঃখজনকভাবে মেইলে
সেভাবে করাটা একটু কষ্টসাধ্য (তাছাড়া প্রতিবার লিংকে ক্লিক করে করে ছবি দেখাটাও
বিরক্তিকর), তাই খুব ভালো হয় আপনি যদি দয়া করে আমাদের
প্রযুক্তিতে<http://forum.amaderprojukti.com>যোগ দেন, তাহলে বিভিন্ন
স্ক্রিনশটসহ বেশ ভালো ভাবেই আপনার বিভিন্ন প্রশ্নের
জবাব দেয়া সম্ভব হবে বলে আশা করছি।

-- 
অভ্রনীল ::: Ovroniil
http://ovroniil.wordpress.com/


More information about the ubuntu-bd mailing list