[Ubuntu-BD] title bar missing
Shabab Mustafa
shabab.mustafa at gmail.com
Fri May 28 09:53:00 BST 2010
এনভিডিয়া এবং এটিআই -এর পুরনো কিছু গ্রাফিক্স কার্ডে কম্পিজ এনাবল করলে
সাধারণত এই সমস্যা দেখা দিয়ে থাকে। যদি ঘটনা তাই হয় তাহলে সবচেয়ে বেশি যে
সমাধানের কথা শোনা যায় তাহল কম্পিজ ডিজ্যাবল করে রাখা।
আরো অপ্রচলিত কিছু সমাধানের কথাও শোনা যায়। কেউ কেউ মেনুবারের উপর রাইট বাটন
ক্লিক করে কাস্টোমাইজ সিলেক্ট করার পর টাইটেল বার ফিরে এসেছে। কেউ বুদ্ধি
দিয়েছে xorg.conf -এডিট করে এক্সটা কিছু লাইন বসাতে ইত্যাদি। তবে সবার আগে জানা
প্রয়োজন ঠিক কি পরিবর্তন করার পর উক্ত সমস্যা শুরু হল।
---
Shabab Mustafa
Chief Administrative Officer
Admin Office
CapsLock Corporates
On Fri, May 28, 2010 at 11:39 AM, Mahdee Jameel <mahdee.jameel at gmail.com>wrote:
> Press Alt+F2 (Alt and F2 keys at the same time).
> Now if you use compiz, type compiz --replace and press Enter.
> Otherwise, type metacity --replace and press enter.
>
> If you cant get Alt+F2 to work, type nohup "compiz --replace &" or
> "metacity --replace &" in terminal.(Without the quotes). Appending an
> & after a command keeps it running even if the terminal is closed.
>
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
More information about the ubuntu-bd
mailing list