[Ubuntu-BD] Can't Restore Grub in 10.04 after installing Win 7

Bokhari, Saif Imam saifimam at gmail.com
Mon May 24 16:49:18 BST 2010


আমি উবুন্টু ১০.০৪ ইন্সটলের পর উইন্ডোজ ৭ ইন্সটল করি। কিন্তু এখন আর গ্রাব
ইন্সটল করতে পারছি না। নিম্নোক্ত কমান্ডগুলো ব্যবহার করেও কোন ফল পাইনি-

sudo fdisk -l

udo mkdir /media/sda5
sudo mount /dev/sda5 /media/sda5
sudo grub-install --root-directory=/media/sda5 /dev/sda

এটা করার পর লাইভ সিডি থেকে বের হয়ে রিস্টার্ট দিলে এই কমান্ড লাইন দেখায়-

Grub>

এখানে কোণ কিছু টাইপ করলে লাভ হয় না, গ্রাব মেন্যও আসে না। কি করবো?


More information about the ubuntu-bd mailing list