[Ubuntu-BD] কুবুন্টু ১০.০৪ এ এনভিডিয়া গ্রাফিকস ড্রাইভার ইন্সটল করতে পারছি না

Lenin doctortomorrow at gmail.com
Tue May 11 21:33:30 BST 2010


Kernel level coder/bug tester/beta tester না হয়ে আরসি ব‍্যবহার করা অনুচিৎ।
হার্ডওয়‍্যার নষ্ট হবার চান্স বেশি থাকে। এমনকি আনস্টেবল ভার্শনগুলোও অনেকসময়ই
সমস‍্যা করে। আমি দীর্ঘদিন কার্নেলের অনেক ধরণের সংস্করণ ব‍্যবহার করেই বলছি।

তোমার এনভিডিয়া মনে হয় কম্পাইল করা। ওটা কি ডেব প‍্যাকেজ ছিলোনা? ডেব
প‍্যাকেজ থাকলেও কম্পাইল করে ব‍্যবহার করলে আমি মনে করি নিজেরই
স্ট‍্যাটাসকোড/এরর মেসেজ পড়ে বুঝতে পারা উচিৎ। খুবই দুস্তর কোনো সমস‍্যা
থাকলে সেটা প‍্যাকেজ মেইনটেইনারদের সরাসরি জানানো উচিৎ। বাগজিলা, লাঞ্চপ‍্যাড
তো এজন‍‍্যেই আছে। আর এনভিডিয়ার ড্্াইভার যারা ডেভেলপ করেছেন তাদেরও জানাতে
পারো।

2010/5/11 Junayeed Ahnaf <zombiegenerator at gmail.com>

> আমি কুবুন্টূ ১০.০৪ এবং কেডিই ৪.৪ ব্যবহার করছি। একটি নতুন গ্রাফিকস কার্ড
> লাগালাম কিন্তু ড্রাইভার ইন্সটল হচ্ছে না। আমি যখন কমান্ড দিচ্ছি sudo apt-get
> upgrade তখন আসছেঃ
>
> ------------------------------
> Deleting module version: 173.14.22
> completely from the DKMS tree.
> ------------------------------
> Done.
> Loading new nvidia-173-173.14.22 DKMS files...
> First Installation: checking all kernels...
> Building only for 2.6.34-020634rc6-generic
> Building for architecture i686
> Building initial module for 2.6.34-020634rc6-generic
>
> Error! Bad return status for module build on kernel:
> 2.6.34-020634rc6-generic (i686)
> Consult the make.log in the build directory
> /var/lib/dkms/nvidia-173/173.14.22/build/ for more information.
> dpkg: error processing nvidia-173 (--configure):
> subprocess installed post-installation script returned error exit status 10
> Processing triggers for python-gmenu ...
> Rebuilding /usr/share/applications/desktop.en_US.utf8.cache...
> Processing triggers for python-support ...
> Errors were encountered while processing:
> nvidia-173
> E: Sub-process /usr/bin/dpkg returned an error code (1)
> nirjhor at nirjhor-pc:~$
>
>
> আমি nvidia এর সাইট থেকে একটা ড্রাইভার নামিয়েছি কিন্তু কেডিএম বন্ধ করতে
> চাইলে
> স্ক্রীণ কালো হয়ে যাচ্ছে। আমার কার্ণেল আছে ৪ টা। ৩৪rc৬ এবং ৩৪rc২ তে
> রেজ্যুলেশন হয়ে আছে ৮০০*৬০০ তবে ২২generic এ রেজ্যুলেশন পূর্ণ আছে তবে সাপোর্ট
> পাচ্ছি না। আর আমি Hardware Driver থেকেও আপডেট করতে চেয়েছি সেটাও হয় না দেখায়
> This driver is activated কিন্তু কাজ হয় না। এখন কি করা যায় জানাবেন। শুভেচ্ছা
> সহ সমাপ্তি টানছি।
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


More information about the ubuntu-bd mailing list