[Ubuntu-BD] ল্যুসিড লিংক্স রিভিউ ও বাগ!
Ovro Niil
ovroniil at gmail.com
Sun May 2 01:43:57 BST 2010
ল্যুসিড লিংক্সের উপর এই
রিভিউটা<http://ovroniil.wordpress.com/2010/04/30/%E0%A6%B6%E0%A7%81%E0%A6%AD-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%81%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7-%E0%A7%A7%E0%A7%A6%E0%A7%A6%E0%A7%AA/>লেখার
পর অনেকেই মেইল করে জানতে চাচ্ছেন যে এটা কারমিকের মত 'বাগি' (buggy)
কিনা? তাই সবাইকে আলাদা আলাদা উত্তর না দিয়ে কমন একটা চিঠি লেখাটাই আমার কাছে
শ্রেয় মন হয়েছে। তাই চিঠিটার একটা কপি উবুন্টুবিডি'র মেইলিং লিস্টিও পাঠিয়ে
দিলাম।
প্রথমতঃ আমি ঢালাওভাবে কারমিক ব্যবহার করিনি। জন্টি থেকে ল্যুসিডে এসেছি। তাই
কারমিকের ব্যাপারে একেবারেই সেরকম কিছু জানিনা।
দ্বিতীয়তঃ জন্টিতে গত এক বছরে আমি কোন সমস্যায় পড়িনি। ঠিক একইভাবে ল্যুসিডেও
এখনো পর্যন্ত কোন সমস্যায় পড়িনি।
তৃতীয়তঃ কারমিকে কি ধরণের বাগের সম্মুখীন হয়েছেন সেটা বললে হয়তো বুঝতে পারতাম।
কিন্তু শুধু যদি বলেন যে 'অনেক বাগ ছিল' তাহলে তো নির্দিষ্ট করে বোঝা কঠিন
তাইনা!
চতুর্থতঃ হার্ডওয়ারের দিক থেকে আমি বেশ সুবিধাজন অবস্থায় আছি। আমি ব্যবহার করি
ডেলের ল্যাপটপ, তাই উবুন্টুর জন্য পারফেক্ট সাপোর্ট পাবো সেটা নিশ্চিত।
সবার প্রতি অনুরোধ- কারো কোন প্রশ্ন থাকলে আমাকে ব্যক্তিগতভাবে মেইল না দিয়ে এই
মেইলিং লিস্টে প্রশ্ন করলে খুব ভালো হয়, তাহলে আরো অনেকেই ব্যাপারটা জানতে
পারবে এবং জানাতে পারবে।
--
অভ্রনীল ::: Ovroniil
http://ovroniil.wordpress.com/
More information about the ubuntu-bd
mailing list