[Ubuntu-BD] Can't use avro on Ubuntu 10.04 LTS

Ovro Niil ovroniil at gmail.com
Sat May 1 19:25:18 BST 2010


উবুন্টুতে অভ্র'র ইন্ডিকেটর ঘড়ির পাশে দেখাবেনা, বরং স্ক্রিনের নীচে ডান পাশে
দেখাবে।

(আপনি যেটা ব্যবহার করছেন সেটা অবশ্য কারমিকের জন্য তৈরি করা। সেটাকে ল্যুসিডের
জন্য অপ্টিমাইজ করতে হবে কিনা কিংবা অমিক্রনল্যাব সেটা করবে কিনা জানিনা। এটা
অভিজ্ঞরা ভালো বলতে পারবেন।)

১ মে, ২০১০ ৭:৪৯ pm এ তে, Bokhari, Saif Imam <saifimam at gmail.com> লিখেছে:

> অনেক অনেক ধন্যবাদ, কাজ হয়েছে। কিন্তু টাস্কবারে ঘড়ির পাশে যে কি বোর্ড টা
> দেখানোর কথা তা দেখচ্ছে না। ফলে ম্যানুয়ালি স্টার্ট করতে হচ্ছে।
> অভ্র টীম কে ধন্যবাদ, এতো সুন্দর বাংলা লেখার ব্যবস্থা করে দেওয়ার জন্য।
>
> On Sat, May 1, 2010 at 11:25 PM, Ovro Niil <ovroniil at gmail.com> wrote:
>
> >   1. Right click the file in firefox.
> >   2. Select "Save link as... ".
> >   3. then save the file in your pc.
> >   4. Double click the file from your pc.
> >
>



-- 
অভ্রনীল ::: Ovroniil
http://ovroniil.wordpress.com/


More information about the ubuntu-bd mailing list