[Ubuntu-BD] usb থেকে বুট করতে পারছি না

Pulok s.pulok at gmail.com
Sat May 1 05:48:47 BST 2010


আমি বুট প্রায়োরিটি তে সব ধরনের usb চেষ্টা করেছি । কাজ হয়নি। আমার ল্যাপটপে
কাজ হয়েছে প্রথম বারেই। আমি usb fdd, usb hdd, usb zip কে first boot ডিভাইস
হিসেবে দিয়েও কাজ হয় নি। ল্যাপটপে usb fdd থেকে বুট হয়।

2010/5/1 Nasir Khan Saikat <nasir8891 at gmail.com>

> কম্পিউটার বুট ক্রম পরিবর্তন করতে হয় বায়োস থেকে। সাধারণত কম্পিউটার চালু
> হওয়ার সময় কীবোর্ড থেকে DELTE / F1/ F2 বাটন চেপে বায়োসে প্রবেশ করতে হয়।
> সেখান থেকে প্রথমে ইউএসবি বুট করার অপশনটি চালু করতে হবে। এরপর আপনার
> হার্ডডিস্কসমূহের ক্রম পরিবর্তন করতে হবে। সাধারণভাবে প্রথমে মূল হার্ডডিস্ক
> এবং এর পর ইউএসবি দেখা থাকে । এটি পরিবর্তন করে ইউএসবি আগে দিয়ে দিতে হবে।
>
> এভাবে ইউএসবি থেকে বুট করা যাবে ।
>
> 2010/5/1 Pulok <s.pulok at gmail.com>
>
> > আমি আমার পিসিতে usb থেকে বুট করতে পারছি না। কিন্তু ল্যাপটপে বুট হয়। এই
> > সমস্যার সমাধান কি?
> >
> >
> > --
> > S.Pulok
> > --
> > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> > ubuntu-bd at lists.ubuntu.com
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
>
>
>
> --
> Nasir Khan Saikat
> [নাসির খান সৈকত]
>
> google.com/profiles/nasir8891
> nasir8891.wordpress.com
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd




-- 
S.Pulok


More information about the ubuntu-bd mailing list