[Ubuntu-BD] 3gp ফাইল এ শব্দ আসে না

SYeeF Ahmed syeef.ahmed at gmail.com
Fri Mar 26 21:44:45 GMT 2010


real player 11 ইন্সটল করার সাথে প্রয়োজনীয় কোডেক ও ইন্সটল হয়েছে। তাই মুভি
প্লেয়ার দিয়েও চলছে..।

@সবাই

>
> একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটে গেল। তাই সবার কাছে এর ব্যাখ্যা চাচ্ছি। উল্লেখ্য
> যে,
> আমি উবুন্টুতে নতুন। আমার উবুন্টুর জন্মদিন ১১/০২/২০১০। ঘটনাটি হল- আমি
> realplayer
> 11 ইনস্টল করার পর video/X-RN-MP4 কোডেকের 3gp ভিডিও ব্যাতীত সকল 3gp ভিডিও
> শব্দ সহ চালাতে সমর্থ হয়েছি। কিন্তু পরক্ষণেই আমি আবিষ্কার করলাম যে ঐ কোডেকের
> ভিডিও, যেগুলো realplayer 11 এ চলত না, সেগুলো এখন আমার ডিফল্ট প্লেয়ার (movie
> player) এ শব্দসহ চলছে! অর্থাৎ আমার 3gp সংক্রান্ত সমস্যা সমাধান। কিন্তু কেন
> চলছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ।
>
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
~SYeeF
এসো ভাইরাস কে পরাজিত করি... পাইরেসীকে না বলি... এসো মুক্ত সফটওয়্যার ব্যবহার
করি...
http://forum.amaderprojukti.com/linux


More information about the ubuntu-bd mailing list