[Ubuntu-BD] মিন্ট ৯ এ সমস্যা
Tanbin Islam Siyam
potasiyam at gmail.com
Tue Jun 29 15:07:33 BST 2010
আমি মিন্ট নামালে আগে ডিভিডি আইএসও নামাই, অভ্যাস বসত। :)
ইসাডোরার ডিভিডিতে দেখলাম কোডেকও দিয়েছে। হেলেনায় বাদ দিয়েছিল। আর সম্ভবত jre ও
আছে।
2010/6/29 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>
> তাহলে নতুন করে বার্ন করে নাও। তুমি কি ডিভিডি আইএসও নামিয়েছো? শুধু কিছু
> অতিরিক্ত ভাষা সমর্থনের জোগাড় হলো কোন সফট কালেকশান নয় ডিভিডি ভার্সন।
>
> তোমাকেও ধন্যবাদ
>
> রিং
> +8801671411437
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
--
Tanbin Islam Siyam
More information about the ubuntu-bd
mailing list