[Ubuntu-BD] মিন্ট ৯ এ সমস্যা

সাজেদুর রহিম জোয়ারদ সাজেদুর রহিম জোয়ারদ
Tue Jun 29 12:03:51 BST 2010


যে আইএসও টা নামিয়েছেন তার md5sum চেক করুন। যে সাইট থেকে নামিয়েছেন সেই খানে
দেখুন md5sum নামে একটা ফাইল আছে। ওই ফাইলটা খুলুন। এবার টার্মিনালে কমান্ড
দিন: sudo md5sum filename.iso
যে ডাটা পাবেন, তার সাথে md5sum ফাইলটার ডাটা মিলয়ে দেখুন। শেষ ৫টা নম্বর বা
অক্ষর মিললেই হলো, বাকিটা মিলবেই। আর না মিললে বুঝবেন আপনার ডাউনলোডেড আইএসওটা
করাপ্ট। পুনরায় ডাউনলোড বা কারো কাছ থেকে জোগাড় করতে উঠেপড়ে লেগে যান।


More information about the ubuntu-bd mailing list