[Ubuntu-BD] কেরাইক্স

Ovro Niil ovroniil at gmail.com
Mon Jun 21 14:17:35 BST 2010


আপনি উবুন্টুর কোন রিলিজ ব্যবহার করছেন? আপনি কি উবুন্টু থেকে পাইথন বা পাইথন
সম্পর্কিত কোন কিছু ডিলিট করেছিলেন? আপনি বরঞ্চ
http://keryxproject.org/contact-us/ ঠিকানায় আপনার সমস্যার কথা জানান। সামার
ভেকেশনে এর ডেভেলপাররা এখন ফ্রি আছে, তাই দ্রুত আপনার সমাধান পাবেন বলেই আশা
করি। আর অনুরোধ করব সমাধানটা দয়া করে http://wp.me/pMz6Z-9I ঠিকানায় কমেন্ট
হিসেবে বাংলায় লিখে দেবেন, যাতে করে ভবিষ্যতে কেউ এই সমস্যায় পড়লে দ্রুত সমাধান
পায়।

-- 
.:: অভ্রনীল ::: Ovroniil ::.
http://ovroniil.wordpress.com/


More information about the ubuntu-bd mailing list