[Ubuntu-BD] সিটিসেল জুম আলট্রা মোডেম লিনাক্সে ডিটেক্ট করাতে পারছি না।
Ovro Niil
ovroniil at gmail.com
Mon Jun 14 20:20:30 BST 2010
সমস্যাটা পরিষ্কার বোঝা যাচ্ছেনা। আপনি কোনটাকে টাস্কবার বলছেন আর কোনটাকে
প্যানেল বলছেন? উবুন্টু বা মিন্টে কোন টাস্কবার নেই, প্যানেল আছে। উবুন্টুর
প্যানেল দুটো একটা উপরে আরেকটা নীচে, আর মিন্টের কেবল একাট সেটা নীচে।
নীচের লিংকটা দেখুনতো, একই সমস্যা কিনা আপনার?
http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=42&t=5719
১৪ জুন, ২০১০ ৯:১৫ pm এ তে, SHUVO BD <shuvobd09 at gmail.com> লিখেছে:
> মিন্টের টাক্সবার টা উল্টা পাল্টা হয়ে গেছে এটাকে কোন ভাবে ডিফল্ট করা
> যায় কি? ওখান থেকে কিছু কিছু প্যানেল হারিয়ে গেছে ।
>
>
--
অভ্রনীল ::: Ovroniil
http://ovroniil.wordpress.com/
More information about the ubuntu-bd
mailing list