[Ubuntu-BD] সিটিসেল জুম আলট্রা মোডেম লিনাক্সে ডিটেক্ট করাতে পারছি না।

SHUVO BD shuvobd09 at gmail.com
Mon Jun 14 20:00:14 BST 2010


আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। শেষ পযর্ন্ত  নেট কানেকশন পেয়েছি। এখন
লিনাক্স মিন্ট থেকে লিখছি। অভ্রনীল ভাই এর দেওয়া লিংকের টিউটোরিয়াল
অনুযায়ী কাজ হয়েছে। আপনার সবাইকে আবারও ধন্যবাদ।

2010/6/14 Lenin <lenin at ebizzsol.com>:
> ফাইলটাতে মনে হচ্ছে সিনট্যাক্স ব্রেক হচ্ছে কোনোভাবে।
>
> Stupid mode = 1
>
> এটা একটা লাইনে ব্যবহার করুন। জামালের পোস্টটি দেখলে আমার মনে হয় আর সমস্যা
> থাকবেনা।
>
> পুনশ্চ: আমরা সাহায্য করতেই ভালোবাসি তাই বিরক্ত হইনা।
>
> 2010/6/14 Ovro Niil <ovroniil at gmail.com>
>
>> বিরক্ত মনে করলেই নিরক্ত, তবে কিনা আমরা সহজে বিরক্ত হইনা!
>>
>> প্রথমেই বলে নিই, আমি এই সিরিজের সবগুলো মেইল পড়িনি (মোট ২৯টা মেইল!) তাই
>> জানিনা আমি যেই লিংক দিতে যাচ্ছি আপনি ইতিমধ্যেই সেই পদ্ধতিটা কাজে লাগিয়েছেন
>> কিনা। একটু এখানে<
>> http://jamal919.wordpress.com/2010/05/07/configuring-citycell-zoom-ultra-modem-zte-ac2716-in-ubuntu-linux-mint/
>> >দেখুন।
>> কাজে লাগলে জানাবেন।
>>
>>
>>
>> --
>> অভ্রনীল ::: Ovroniil
>> http://ovroniil.wordpress.com/
>> --
>> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
>> ubuntu-bd at lists.ubuntu.com
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


More information about the ubuntu-bd mailing list