[Ubuntu-BD] সিটিসেল জুম আলট্রা মোডেম লিনাক্সে ডিটেক্ট করাতে পারছি না।

Lenin lenin at phpxperts.net
Sun Jun 13 18:35:30 BST 2010


ঠিক, বিশেষ করে উবুন্তুর স্টাবিলিটির সাথে মিন্টের কিছু সম্পর্ক বিদ্যমান।
উবুন্তু'র  এপ্রিলে রিলিজ হওয়া ডিস্ট্রোগুলো অপেক্ষাকৃত বেশি স্টেবল হয়ে
থাকে। যেগুলোর সিরিজ .০৪

করেই যখন ফেলেছেন, তখন অন্তত যথাসম্ভব আপডেটেড কার্নেল(অবশ্যই স্টেবল) ইনস্টল
করে নিতে পারেন।
2010/6/13 Ovro Niil <ovroniil at gmail.com>

> ডাউনলোড করে যখন ইন্সটলই করলেন তখন মিন্ট ৯ ইন্সটল করলেই ভালো হত। প্রথম
> সেটাপেই শুধু শুধু একটা ভার্সন পেছনে থাকার কোন মানে নেই।
>
>
>
> --
> অভ্রনীল ::: Ovroniil
> http://ovroniil.wordpress.com/
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list