[Ubuntu-BD] সিটিসেল জুম আলট্রা মোডেম লিনাক্সে ডিটেক্ট করাতে পারছি না।

সাজেদুর রহিম জোয়ারদ সাজেদুর রহিম জোয়ারদ
Fri Jun 11 20:08:50 BST 2010


ভাই শুভ্র

আমার সেলেরন ১.৮গিহা প্রসেসর, ৯৪৫ ইন্টেল চিপসেটের আসুস মাদারবোর্ড আর ১জিবি
মেমোরি দিয়ে বেশ ভালোই হেলেনা চলছে। ইসাডোরা নামিয়েছি তবে সময়াভাবে ইন্সটল করা
হয়নি। আপনার মেশিনের মেমোরি কিছু বাড়িয়ে নিন আশা করা যায় আপনি মিন্ট-৯ বা
ইসাডোরা বেশ ভালো ভাবেই চালাতে পারবেন।

রিং


More information about the ubuntu-bd mailing list