[Ubuntu-BD] সিটিসেল জুম আলট্রা মোডেম লিনাক্সে ডিটেক্ট করাতে পারছি না।

SHUVO BD shuvobd09 at gmail.com
Fri Jun 11 06:05:59 BST 2010


আমি কিছু দিন আগে একটা সিটিসেলের জুম আল্ট্রা মডেম কিনি। (ZTE AC2726) লিনাক্স
মিন্ট-৭ এ মোডেমটা কোন ভাবেই ডিটেক্ট করাতে পারছি না। এর আগে সিটিসেল
এ্যালকাটেল সেটটা মোডেম মোডেম হিসাবে ব্যবহার করতাম। ওটায় কোন সমস্যা হতো না।
যদি এর কোন ব্যবস্থা থাকে জানালে কৃতজ্ঞ থাকবো।


More information about the ubuntu-bd mailing list