আমি কিছু দিন আগে একটা সিটিসেলের জুম আল্ট্রা মডেম কিনি। (ZTE AC2726) লিনাক্স মিন্ট-৭ এ মোডেমটা কোন ভাবেই ডিটেক্ট করাতে পারছি না। এর আগে সিটিসেল এ্যালকাটেল সেটটা মোডেম মোডেম হিসাবে ব্যবহার করতাম। ওটায় কোন সমস্যা হতো না। যদি এর কোন ব্যবস্থা থাকে জানালে কৃতজ্ঞ থাকবো।