[Ubuntu-BD] ওয়েব পেজ এডিটর softwere
Lenin
doctortomorrow at gmail.com
Sun Jun 6 22:36:46 BST 2010
লাভ নেই। কমপোজার প্রচুর বাগে ভর্তি ওটা দিয়ে প্রায় কিছুই করা যায়না।
Quanta ব্যবহারের পরামর্শ দিচ্ছি। লাইভ প্রিভিউ দেখতে পাবেন না যদিও তবুও এটি
অনেক অনেক উন্নত এডিটর।
2010/6/7 shiplu <shiplu.net at gmail.com>
> টারমিনাল ওপেন করে কমান্ড লিখুন।
>
> $ kompozer >& ~/kompozer.log
>
> তাহলে kompozer স্টার্ট হবে। এবং যথারীতি বন্ধ হয়ে যাবে।
>
> এরপর হোম ডিরেক্টরি থেকে kompozer.log ফাইলটা খুলুন gedit দিয়ে।
> কন্টেন্টস কপি করে pastie.org তে গিয়ে পেস্ট করুন।
> সাবমিট করলে একটা লিঙ্ক পাবেন। pastie.org/abcue টাইপের।
> সেই লিঙ্কটা এখানে পেস্ট করুন।
>
> তাহলে বোঝা যাবে ঠিক কি কারণে বন্ধ হয়ে যাচ্ছে।
>
>
> Shiplu Mokadd.im
> My talks, http://talk.cmyweb.net
> Follow me, http://twitter.com/shiplu
> SUST Programmers, http://groups.google.com/group/p2psust
> Innovation distinguishes bet ... ... (ask Steve Jobs the rest)
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
More information about the ubuntu-bd
mailing list