[Ubuntu-BD] নেট সংযোগ ঘটাতে পারছি kintu Bngal likhte parchina aar Sound ashchena

shiplu shiplu.net at gmail.com
Fri Jun 4 21:29:00 BST 2010


বাংলা লেখার জন্য অভ্র লিনাক্সে ইউজ করলে একটু আকটু সমস্যা হতে পারে।
কারণ বেশিদিন হয় নি লিনাক্সে অভ্রর সাপোর্ট এসছে।
ফুল ফ্লেক্সিবল সাপোর্ট দিতে একটু কষ্ট হবে বৈকি অভ্র টিমের।

যদিও এটা সমস্যার সমাধান না। কিন্তু আমি সাজেস্ট করি প্রভাত ইউজ করতে।
দুই প্লাটফরমেই ফুল ফ্লেক্সিবল সাপোর্ট আছে এই লেআউটের। উইন্ডোজে আলাদা
ভাবে ইন্সটল করতে হয় কিন্তু লিনাক্সে এমনিতেই থাকে।
তবে প্রভাত একটা ফিক্সড লেআউট। তাই কি প্রেস করতে হয় কিছুটা কম।
আর অভ্রর চাইতে বড়জোর ৫-৭% কঠিন।

Shiplu Mokadd.im
My talks, http://talk.cmyweb.net
Follow me, http://twitter.com/shiplu
SUST Programmers, http://groups.google.com/group/p2psust
Innovation distinguishes bet ... ... (ask Steve Jobs the rest)


More information about the ubuntu-bd mailing list