[Ubuntu-BD] নেট সংযোগ ঘটাতে পারছি kintu Bngal likhte parchina aar Sound ashchena

Shabab Mustafa shabab.mustafa at gmail.com
Thu Jun 3 21:05:23 BST 2010


@Lenin Bhai,

Cool down, Bro. I am getting nostalgic... :P

@সুশান্ত,

ফোরামে চলে আসুন দাদা। ওখানে সুবিধা হবে বেশি।
---
Shabab Mustafa


2010/6/4 Lenin <lenin at phpxperts.net>

> Mr. Sushanto,
> I couldn't help answering your rudeness this time. Where in the last three
> mails it depicts that I am angry? Even if I were, you should have respected
> me with modesty. As I have tried to help you out. You never should use
> "আপনি
> এতো চটে যাচ্ছেন কেন?" In a mailinglist like this. You are here to seek help
> not show your emotions.
>
> I had completely no problem with answering with all your questions. In fact
> I was going to write one. For your information, I had been one of the most
> replying answerer in one of the tech mailing list last year. I regularly
> post friendly blogs of varied topics: be it political, satire, tech,
> programming and what not. I had been on an IT magazines as well dealing
> with
> complete newbie users. But, when someone is too talkative(when you use আপনি
> এতো চটে যাচ্ছেন কেন? you'd have to take back something) its hard to get the
> right answer. You are misguiding people. We are not saints or angels. We
> dont sell Ubuntu or sell our words here. So, at the end of the day you
> should be just grateful, you never should put back words like 'আপনি এতো চটে
> যাচ্ছেন কেন?'. Even if someone says something rude to you.
>
> Another important point. In such mailing lists, its recommended that you
> use
> English. Understanding technical things is lot more easier with English. As
> English is a good instructive language. And it helps keep things brief and
> to the point. While using English you spread one commong problem to a huge
> audience all over the world. We believe in DRY=Dont Repeat Yourself. And
> not
> reinventing the old wheel but to move ahead using the wheels invented
> before.
>
> Regards
>
> Lenin
>
> 2010/6/4 Sushanta Kar <karsushanta40 at gmail.com>
>
> > এতো ভারি মুস্কিল দেখছি!
> > আমাকে যারা সাহায্য করছেন তাদের সবার প্রতি আমি নিশ্চইয়ই কৃতজ্ঞ। আমি যদি
> > কাউকে
> > আঘাত দিয়ে কিছু বলে থাকি, তবে তাঁর জন্যে দুঃখিত।
> > কিন্তু আমি আবার জিজ্ঞেস করব লেনিনকে , আপনি এতো চটে যাচ্ছেন কেন? কোনো
> চিন্তা
> > প্রবাহই সরল রেখাতে এগোয় না! তার প্রাকৃতিক গতিই আঁকাবাঁকা!
> > সে জন্যেই আমাকে যেমন  ধর্য রাখতে হবে , তেমনি আপনি যদি আমাকে শেখাতে চান
> > আপনাকেও ধর্য ধরতে হবে বটে। আর যদি আপনি মনে করেন আমার ব্যবহারে ধর্য ধরা
> > মুস্কিল, তবে বলুন, আমি আর আপনাদের বিরক্ত করছিনা। এমনিতেই আমি উবুন্টু নিয়ে
> > ক্লান্ত। তার উপর এভাবে কথা বললেতো আমরা প্রসঙ্গ থেকে সরে দাঁড়াবোই।
> >
> > "তারপরও ধৈর্য ধরে একে
> > একে সাহায্য করে যাচ্ছেন।"
> > না , লেনিন! কিছু মনে করবেন না, আপনি সে ধর্য ধরে রাখতে পারেন নি। আর এখানে
> > যারা নিজের কাজ ফেলে পরামর্শ দিচ্ছেন , তাদের সে ত্যাগের প্রতি আমার মতো
> > প্রাপকদের যেমন সম্মানবোধ থাকা উচিত, তেমনি যারা দিচ্ছেন তাঁদেরও মনে রাখা
> > উচিত
> > যে তাঁরা একটা মিশনে যোগ দিয়েছেন। কাউকে অনুগ্রহ করছেন না। সেরকম হলে
> সাহায্য
> > প্রাপকেরো একটা আত্ম সম্মান বোধ আছে। সে সেই অনুগ্রহ নিতে অস্বীকার করতে
> পারে।
> > "সুতরাং তা উবুন্তুতেই ইনস্টল করলে ভালো
> > হবে তা সাধারণ কমনসেন্স।"
> > কী করে বুঝব? আমিতো এটা দেখছি উইন্ডোজে। উবুন্টূতে নেট খুলছে না। সে যে আমি
> > বারে বারে বলছি। আর আপনি যে বলেছেন ,"।।এটি ক্লিক করে তা
> > ডাউনলোড এবং ইনস্টল করুন। এটি ডাউনলোড হবার পর ডাবলক্লিক করলেই হবে। ইনস্টল
> > হবে
> > একা একাই। এরপর, Applications > Internet এই মেনুতে গিয়ে টিমভিউয়ার
> পাবেন।"
> >
> > এখানে Applicatuion>Internet নাহয় উবুন্টু বোঝা গেল। আগের কাজগুলোও যে
> > উবুন্টুতে করতে হবে সেটি কী করে বোঝা যাবে? এখানে আছে ,"ডাউনলোড হবার পর
> > ডাবলক্লিক করলেই হবে। ইনস্টল হবে" ডাউনলোড যদি উইন্ডজে করি, ডাবলক্লিকও
> > সেখানেই
> > করব প্রথমে। এটাইত স্বাভাবিক বুদ্ধি।!
> > ইন্সটল হলে  পরে  যে সাজেদুর ভাই উবুন্টূতে   যেতে বলেছেন আর নেটে যুক্ত হতে
> > বলেছেন সেটি আমি শুরুর মেইলেই বুঝেছি।
> > আরে বাবা, নতুন  কথাগুলো পুরো বুঝতেও তো একটা মানুষের স্বাভাবিকভাবেই একটু
> সময়
> > বেশি লাগতে পারে!
> > সাজেদুর ভাই অনেক চেষ্টা করছেন। তিনি মাঝে কলকাতা এসেও ফোনে কথা বলে সাহায্য
> > করতে চেয়েছিলেন। হয়ে ঊঠেনি।
> > "সুশান্ত কি আপ্র. ফোরামে একই ধরণের
> > পোস্টগুলোতে একবারও চোখ বুলিয়েছেন?"
> > হ্যাঁ,দিয়েছি। এবং অভ্রনীলের থেকে জবাব পেয়ে জবাব দিয়েওছি। কিন্তু সেখানেও
> > মন্তব্য দেবার প্রযুক্তি আমাকে শিখতে হচ্ছে। আমি যেগুলোতে অভ্যস্থ , ( আমার
> > ব্লগ বা কফিহাউস) এটি এর মতো নয়। তা আপনারা যাই বলছেন সবইত আমার কাছে নতুন।
> > প্রত্যকটাইতো আমাকে শিখে শিখে এগুতে হচ্ছে। আপ্র-তে আমি একটা ছবি আপলোড করতে
> > চেয়েও পারিনি।
> > "অন্যের সমালোচনা করার আগে নিজে ক'লাইন সমাধান দিলেন?"
> > এরো, কী দিয়েছেন না জেনেই এই মন্তবইয় করলেন? হা !হা! হা! মন্তব্য
> নিষ্প্রয়োজন।
> > সে এর জানেন আর আমি জানি।
> > শুধু এইটূকু বলি, এরো মাস্টারি আর প্রজ্ঞা সংক্রান্ত কথাগুলো আমাকে মনে রেখে
> > বলেছেন।আমি নিজে এক মাস্টার কিনা। আর এরো জানেন , যারা ছাত্রকে বকে শেখাতে
> চায়
> > তাদের বিরুদ্ধে আমি সরব সোচ্চার। এনিয়ে আমার বেশ কিছু ছাত্রপাঠ্য লেখা লেখি
> > আছে।
> > আপনাকে অনুরোধ করব, আপনি যদি মাথা ঠান্ডা রাখতে না পারেন অনুগ্রহ করে আমাকে
> > অনুগ্রহ করতে আসবেন না।
> > সাজেদুর ভাই পরামর্শটা দিচ্ছিলেন। তিনি পাঁচদিন পরে মন্তব্য দিলেও আমার কাজ
> > চলে
> > যাবে। আমি আশা করছি তিনি দেবেন তাঁর দেবার আনন্দে! আমি নেব নেবার আনন্দে।
> >
> > ****** *****
> > এরো, আমি যে ছবিগুলো পাঠালাম কিছু বুঝলেন? এই লিঙ্কযে এখানে কাজ করবে সেটি
> > বুঝতেও আমার সময় লেগেছে। কেননা বন্ধুরা আরো অন্য কিছু সাইটের সাহায্য নিতে
> > বলছিলেন। যেগুলোতে চেষ্টা করেও আমি সফ্ল হই নি। আর এই ছবিগুলোই পাঠাবার
> বুদ্ধি
> > আমার আজকেই এলো। যখন ভাবলাম স্মস্যা মার মসশিনের জন্যেই হতে পারে। এই
> ছবিগুলো
> > কেমেরাতে নেব বলেই আরেকবার উবুন্টু ইন্সটল করবার ঝক্কি নিলাম।
> > সুশান্ত
> >
> >
> >
> >
> > 2010/6/4 Lenin <doctortomorrow at gmail.com>
> >
> > > 2010/6/3 Aero River <aero4k at gmail.com>
> > >
> > > > সুশান্ত কর, আবারও আপনার মন খারাপ করে দেবার জন্য আমি দুঃখিত। যারা
> > টেকনোলজি
> > > > ভাল জানে, তারা মাস্টার হিসেবেও যে ভাল হবে এটা ভাবাটাই অনুচিত। নবীন
> > কাউকে
> > > > নতুন কিছু শেখানোর ধৈর্য ও প্রজ্ঞা সবার থাকে না। শিক্ষাবিজ্ঞান তো আর
> > সবাই
> > > > পড়েন না। তবে, এটা ঠিক, এবার যেমন ছবির লিংক পাঠিয়েছেন, তেমন যদি প্রথম
> > > থেকেই
> > > > দিতে পারতেন, তাহলে সমস্যাগুলো লেনিন বা অন্যদের বুঝতে সুবিধা হতো।
> > > >
> > >
> > > ছদ্মনামের জনাব অ্যারো রিভার,
> > > আপনি সুশান্ত সাহেবের মোট দু'টি থ্রেডের মধ্যে মাত্র দু'বার অংশগ্রহণ
> > করেছেন।
> > > এরপর বোধহয় উপরের এধরণের কথা বলা সাজেনা। নিজেকে প্রজ্ঞাবান মনে করলে তা
> > কথায়
> > > না বলে প্রমাণ করে দেখিয়ে দেয়া উত্তম। এখানে কেউ তাদের মাস্টারি জাহির
> করতে
> > > আসেননি। সুশান্তবাবুর মতো সবারই অনেক অনেক কাজ রয়েছে। তারপরও ধৈর্য ধরে
> একে
> > > একে সাহায্য করে যাচ্ছেন। আর সাহায্য করার জন্য শিক্ষাবিজ্ঞান পড়ে আসতেও
> > হয়না।
> > > সমস্যা বুঝতেও কারো অসুবিধা হচ্ছে বলেও আমি মনে করিনা।
> > >
> > > সুশান্ত সাহেব ব্লগিংয়ে অভ্যস্ত সেটা মাত্রই উল্লেখ করেছেন। তিনি একটি
> ব্লগ
> > > পোস্টেও তার সমস্যার পুরো বিবরণ দিতে পারতেন। সবাই অনুরোধ করেছিলো
> আ.প্র
> > > ফোরামে দিতে, তাও দেননি। সেখানে মেইলিং লিস্টের চেেয় অনেক অনেক বেশি নবীন
> > > ব্যবহারকারি আছেন। সুতরাং, সুশান্তবাবুর বুঝতে বেগ পেতে হতোনা।
> > >
> > > উবুন্তুর সফটওয়ার উইন্ডোজে ইনস্টল করতে চেষ্টা করে কেউ সমস্যা যদি বাড়ান
> > তবে
> > > যে কারো ধৈর্যচ্যুতি ঘটবে। আর টিমভিউয়ারটি সাজেদুর সাহেব কেনো ইনস্টল
> করতে
> > > বলেছেন তা সুশান্ত সাহেবের বোঝার কথা। সুতরাং তা উবুন্তুতেই ইনস্টল করলে
> > > ভালো
> > > হবে তা সাধারণ কমনসেন্স। কেননা, যে প্লাটফর্মে হাতেকলমে শিখতে হবে সেটাতে
> > > থাকাবস্থায় ডেস্কটপ শেয়ার করলেই তা ভালো শেখা যাবে। অভ্রনীল সাহেব নিজের
> > > পোস্টের লিংক দিয়েছেন, কিন্তু সুশান্ত কি আপ্র. ফোরামে একই ধরণের
> > > পোস্টগুলোতে একবারও চোখ বুলিয়েছেন?
> > >
> > > অন্যের সমালোচনা করার আগে নিজে ক'লাইন সমাধান দিলেন?
> > >
> > > ভালো থাকবেন।
> > >
> > > লেনিন
> > > --
> > > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> > > ubuntu-bd at lists.ubuntu.com
> > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> > >
> >
> >
> >
> > --
> > Sushnta Kar
> > সুশান্ত কর
> > তিনসুকিয়া, আসাম
> >
> > আমার ব্লগগুলি:
> > http://sushantakar40.blogspot.com
> > http://ishankonerkahini.blogspot.com
> > http://ishankonerkotha.blogspot.com
> > আমার সম্পাদিত 'প্রজ্ঞান'
> > http://pragyan06now.blogspot.com
> > http://sites.google.com/site/pragyan06now
> >
> > "স্বাজাত্যের অহমিকার থেকে মুক্তি দানের শিক্ষাই, আজকের দিনের প্রধান
> শিক্ষা"
> > রবীন্দ্রনাথ
> > --
> > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> > ubuntu-bd at lists.ubuntu.com
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list