[Ubuntu-BD] নেট সংযোগ ঘটাতে পারছি kintu Bngal likhte parchina aar Sound ashchena

Sushanta Kar karsushanta40 at gmail.com
Thu Jun 3 17:52:11 BST 2010


লেনিন ,
আপনি এতো চটে যাচ্ছেন কেন?
"আপনি খেয়াল করলেই দেখতে পেতেন, আমার লিংকটি আসলে  সাজেদুর সাহেবের লিংকেরই
 আরেকটু গভীরে "
এতো আমি জানিই। তাইতো আমি সাজেদুর ভাইকে জিজ্ঞেস করেছিলাম,*"**আমি কি এখানে
দেখানো উইন্ডোজ ইন্সটল করব? আমি লিনাএক্স ডাউন লোড করেছি।" *
"তো ঐ ফাইলটি আমাকে জিপ করে পাঠাবার দরকার নেই তাতে ডাবলক্লিক করে রান করে দিন।
তাহলেই ওটি ইনস্টল হবে।"
*হলো না সে কথাইতো আপনাকে বললাম!*
কিন্তু পরে আমি নেটে কিছু খোঁজাখোঁজি করে জানলাম ডেব ফাইল উবুন্তুতেই খোলে।
আমিতো উইন্ডজে চেষ্টা করছিলাম।
আপনাকে মেইল করবার পর আমি উবুন্টূতে চেষ্টা করাতে সেটি আপনি বলবার মতো ই
ইনস্টল  হলো।
 কিন্তু কী হলো-কোথায় গেল কিছুই টের পেলাম না।

"টেক মেইলিং লিস্টে আমরা খুশি হই গোছানো টু-দি পয়েন্টে লিখলে।"
ওমা! আগের মেইলে আমি পয়েন্টের বাইরে কী লিখলাম? *যা হচ্ছে তাইত লিখলাম।আর
আপনাকে দেখবার জন্যে পাঠালাম।*

"কিন্তু মিথস্ক্রিয়াটি অনেক অনেক মন্থরগতির। "

*এবারে সম্ভবত সেটি আরো মন্থর গতির হবে*। আমাকে ন্য কাজে একটু ব্যস্ত হতে হবে।
এবং দিনকতক আমি এই উবুন্টুর থেকে  সরে দাঁড়াব ভাবছি।
আপনি লক্ষ্য করুন, আমি আগের মেইল এই কথাতে শেষ করেছি, "*আজি সকালে আমি
উবুন্টুতে নেট খুলে অনেক্ষণ ঘাটা ঘাটি করলাম। বিকেলে খুলে দেখি নেট লাগে না।
কিছুতেই না। সেটিকে কী বলবেন? এখন বুঝতেই পারছেন আবার সেই উইন্ডোজ ভরসা, যেখান
থেকে মেইল করছি।"*
এখনো এই হচ্ছে। উইন্ডোজ থেকে মেইল করছি।
আমার মনে হয়, একটা সমস্যা হচ্ছে। আপনি ভাবছেন আমি একেবারেই আনাড়ি। তাই অন্যদিকে
আপনার চোখ যাচ্ছেই না। অতোটা আমি নই। উইন্ডজে আমি বেশ দক্ষই। এবং সাইট দেখা ,
খোঁজা, লিঙ্ক দেয়া, ব্লগ লেখা, সাজানোতে আমি ততোটা অদক্ষ নই। আমার এই মেইলের
নিচের ব্লগ আর সাইত লিঙ্কগুলো দেখুন, সেগুলো আমারই সাজানো!
অনেক কিছু আমি এরোর থেকে শিখেছি। উনি সাক্ষ্য দেবেন। এবং আজকাল অন্যকেও আমি
শেখাই অনেক কিছু।
আমি ইতিমধ্যে নেট সংযোগ হচ্ছে না বলে আবারও উবুন্টু ইন্সটল করে দেখলাম। সেই একই
পরিণাম, নেট সংযোগ হচ্ছে না।
বলুন,   যে ব্যবস্থাতে কাজ শুরু করতে এত ঝামেলা তাতে সহযে  কেউ এগুবে? এবার,
উবুন্টুকে আপনারা বলছেন উত্তম ব্যবস্থা। এরো সহ আমার অনেক বাংলাদেশের বন্ধুরাও
তাই বলছেন । সুতরাং আমি সে কথাগুলো অবিশ্বাস করছিনা বা অসম্মান করছি না।আমি
নিজেও এনিয়ে নেটে কিছু ঘাটাঘাটি করেছি।
তাহলে, সমস্যা কোথায়?
সব সময়ই ইন্সটলের পর যখন রিস্টার্ট করি এই এরর মেসেজটা আসছে । আমি পিকাসার
লিঙ্ক দিচ্ছি, কাজ না হলে আপনাকে পরে এটাচ ফাইল করে দিচ্ছিঃ
http://picasaweb.google.com/lh/photo/JzgoJFFgul2tfs1A4JeHuGIUoTElaQehM_noZ9aXn-8?feat=directlink

আর প্রতিবারেই স্টার্ট করবার সময় এমন বিকল্প দেখায়ঃ
http://picasaweb.google.com/lh/photo/B4pP7x9KoMQl-Jv6B4qSJ2IUoTElaQehM_noZ9aXn-8?feat=directlink
ক'য়েকবার স্টার্ট করবার পর এই দ্বিতীয় লিঙ্কে আপনিতেই উবুন্টুর আরো একটা বিকল্প
দেখাবে। মানে প্রথম যে তিনটে লাইন  দেখছেন তার পুনরাবৃত্তি দেখা যায়। আপনিতেই।
তাতে আমার মনে হচ্ছে আমার মেশিনেই কোনো সমস্যা আছে।  এ কথাও আমি আগের মেলে
লিখেছি, সে নিয়ে আপনি ভাবেন নি।
আমার উইন্ডজে বেশ কিছুদিন ধরে একটা সমস্যা দিচ্ছিল। স্টার্ট হবার আগেই ভেতরে
ভেতরে রিস্টার্ট হয়ে যায়। মাঝেতো এমন হচ্ছিল যে শেষে আর স্টার্ট হতেই চায় না।
রিস্টার্ট হতেই থাকে। আমি অনেককে দেখিয়েও  ঠিক করতে পারিনি। ওরা সব্বাই ফরম্যাট
করে দিয়ে চলে যায়। এরো, কথাটা জানেন।
তার জন্যেই এরোর দেয়া উতসাহে, উবুন্টু চেষ্টা করে দেখছিলাম। এখন যেহেতু
উবুন্টুতেও সমস্যা হচ্ছে, আমি সেদিকে ( মেশিনের দিকে)  আবার মনোনিবেশ করবো।
মানে আমার হার্ড ওয়ারের সমস্যা সমাধান করব , তার পর আবার দেখব উবুন্টু নিয়ে কাজ
করতে পারি কিনা।
আপাতত। আপনাদের সমস্ত পরামর্শের জন্যে ধন্যবাদ!
এরো , আপনি যেটি বললেন, scim দিয়ে আর উনিজয় দিয়ে লিখতে চাইলে , লিখতে পারি। আমি
শুধু আরেকটা লেখার শৃঙ্খলা রপ্ত করবার ব্যাপারটা এড়িয়ে সময় বাঁচাতে চাইছিলাম
মাত্র।
এবার যেহেতু নেট সমস্যারই সমাধান হচ্ছে না, আপাতত সেতাও স্তগিত।
অভ্র, কাল যদি আপনার সাইট খুলত তবে হয়তো আমি অনেক সমস্যার সমাধান করতে পারতাম।
আপনার সাইটে বেশ ভালো ভালো কথা লেখা আছে। কিন্তু , কী করব, কাল আপনার সাইট
খুলছিল না। আর আজ , আমার দিকে আবারও নেট!

সুশান্ত



2010/6/3 Lenin <lenin at phpxperts.net>

> দেখুন,
> আপনি খেয়াল করলেই দেখতে পেতেন, আমার লিংকটি আসলে  সাজেদুর সাহেবের লিংকেরই
>  আরেকটু গভীরে অর্থাৎ  ঠিক লিনাক্স সংস্করণ। ওটি একটি .deb এক্সটেনশনযুক্ত
> ফাইল। যা, ডেবিয়ান ঘরানার লিনাক্সে চলে ; উবুন্তুও ডেবিয়ান ঘরানার। তো ঐ ফাইলটি
> আমাকে জিপ করে পাঠাবার দরকার নেই তাতে ডাবলক্লিক করে রান করে দিন। তাহলেই ওটি
> ইনস্টল হবে।
>
> আপনাকে মেইলটি লেখার আগেই আমি ইন্সটল করে দেখেছি। ডেব ফাইলটি হয়ে থাকলে
> ডাবলক্লিক করলেই চলবে। অথবা, কেউ বলুন প্রাথমিক ইনস্টলে ডেব একস্ট্রাক্ট করার
> টুল যদি ইনস্টল না হয়ে থাকে, তার পদক্ষেপগুলো।
>
> দু:খিত, আপনার ১৬মেগাবাইটের ফাইলটি ডাউনলোড করে দেখতে পারছিনা তাতে কী আছে।
> টেক মেইলিং লিস্টে আমরা খুশি হই গোছানো টু-দি পয়েন্টে লিখলে। আপনাকে সাধুবাদ
> আপনি অনেকখানিই এগিয়ে গেছেন, কিন্তু মিথস্ক্রিয়াটি অনেক অনেক মন্থরগতির।
> লেনিন।
>
> পুন: মেইলটি আমার উবুন্তুবক্স থেকে লিখেছিলাম তবে বিদ্যুৎ চলে যাওয়ায় পাঠানো
> হয়নি।
>
> 2010/6/3 Sushanta Kar <karsushanta40 at gmail.com>
>
>> " আপনি দয়া করে মনোযোগ দিয়ে মেইল পড়বেন।"
>> লেনিন,
>> আপনার ধর্যচ্যুতির কারক হবার জন্যে দুঃখিত। কিন্তু আমিতো পড়েই বলছি। আপনি
>> দেখুন, আপনার আআর সাজেদুর ভাইয়ের পাঠানো ইউ আর এলে তফাত আছে।
>> দ্বিতীয়তঃ লক্ষ্য করে থাকবেন আমি লিখেছি ফাইলটা  "সেটি ডাউনলোড করেও খুলতেবা কপি করতে কোনোটাই পারিনি"
>> এটা দেখাচ্ছে সেই যেমনটি উবুন্টুর আগের ভারশনটা ডাউনলোড করে দেখাচ্ছিল।
>> তখন্তো সিডিতে বার্ণ করে পরে ইন্সটল করেছিলাম। তাই এবারেও চেষ্টা করে দেখলাম
>> আরকি। কিন্তু হলো না। তখন 'অপেন উইথ' বিকল্পে ব্রাউসারের সাহায্য নিতে ঐ
>> বিটজিপের কথাটা বেরুলো। তাই বলছিলাম। কিন্তু তাতেও কাজ হলো না। এবারেও আপনার
>> দেয়া লিঙ্ক থেকে কিছু একটা ডাউনলোড হয়েছে। কিন্তু খুলে নি। সেটি জিপ ফাইল করে
>> পাঠাচ্ছি। উবুন্টু গ্রুপে না গেলেও আপনাদের ব্যক্তিগত মেইলে যাওয়া
>> উচিত।দেখুনতো!
>> এখন আমার কাছে দুট প্রশ্নঃ আমি খুবই আনাড়ির মতো কাজ করছি বলেই কি কাজগুলো
>> হচ্ছে না? না আমার মেশিনেই সমস্যা রয়েছে বলে মনে হয়? কিছুই তো হচ্ছে না। আজি
>> সকালে আমি উবুন্টুতে নেট খুলে অনেক্ষণ ঘাটা ঘাটি করলাম। বিকেলে খুলে দেখি নেট
>> লাগে না। কিছুতেই না। সেটিকে কী বলবেন? এখন বুঝতেই পারছেন আবার সেই উইন্ডোজ
>> ভরসা, যেখান থেকে মেইল করছি।
>>
>> সুশান্ত
>>
>> 2010/6/3 Lenin <doctortomorrow at gmail.com>
>>
>> আপনি কেনো সিডিতে কপি করতে চাইছেন?
>>>
>>> আগের একটি মেইলে উল্লেখ করেছি আপনি দয়া করে মনোযোগ দিয়ে মেইল পড়বেন।
>>>
>>> সাজেদুর রহিম সাহেব বলেছেন আপনাকে লিনাক্স সংস্করণ ইনস্টল করতে। আপনি উনার
>>> দেয়া লিংক টিতে গিয়ে কেবল
>>> http://www.teamviewer.com/download/teamviewer_linux.deb এটি ক্লিক করে তা
>>> ডাউনলোড এবং ইনস্টল করুন। এটি ডাউনলোড হবার পর ডাবলক্লিক করলেই হবে। ইনস্টল
>>> হবে
>>> একা একাই। এরপর, Applications > Internet এই মেনুতে গিয়ে টিমভিউয়ার পাবেন।
>>> সেটি অন করে আপনি সাজেদুর ভাইকে ব্যক্তিগত মেইল দিতে পারেন।
>>>
>>> আবারো বলছি, যদি মনোযোগ সহকারে না পড়েন তাহলে সবার ধৈর্যচ্যুতি ঘটবে। সবাই
>>> আপনাকে সহয়তা করার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন সুতরাং সেটি  ভালোভাবে কাজে
>>> লাগান।
>>>
>>> ধন্যবাদ
>>>
>>> 2010/6/3 Sushanta Kar <karsushanta40 at gmail.com>
>>>
>>> > সাজেদুর ভাই, আমি কি এখানে দেখানো উইন্ডোজ ইন্সটল করব? আমি লিনাএক্স ডাউন
>>> লোড
>>> > করেছি। কিন্তু সেটি সিডিতে কপি হচ্ছে না। বিট জিপার বলে একটা সফটোয়ার
>>> চাইল
>>> > নেটে। সেটি ডাউনলোড করেও খুলতে বা কপি করতে কোনোটাই পারিনি।
>>> > এ আরেক গোলোক ধাঁধা!
>>> > সুশান্ত
>>> >
>>> > 2010/6/3 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>
>>> >
>>> > > সুশান্ত
>>> > >
>>> > > আপনি টিমভিউয়ারের উবুন্টু ভার্সন ডাউনলোড করুন।
>>> > > http://www.teamviewer.com/download/index.aspx থেকে। তারপর ইন্সটল করে
>>> > নেটে
>>> > > আসেন। দেখি আপনাকে কোনো সাহায্য করতে পারি কিনা।
>>> > >
>>> > > রিং
>>> > > +৮৮০১৬৭১৪১১৪৩৭
>>> > > +৯১৯৮৭৪০৭৯৮৮১
>>> > > --
>>> > > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
>>> > > ubuntu-bd at lists.ubuntu.com
>>> > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>> > >
>>> >
>>> >
>>> >
>>> > --
>>>
>>

-- 
Sushnta Kar
সুশান্ত কর
তিনসুকিয়া, আসাম

আমার ব্লগগুলি:
http://sushantakar40.blogspot.com
http://ishankonerkahini.blogspot.com
http://ishankonerkotha.blogspot.com
আমার সম্পাদিত 'প্রজ্ঞান'
http://pragyan06now.blogspot.com
http://sites.google.com/site/pragyan06now

"স্বাজাত্যের অহমিকার থেকে মুক্তি দানের শিক্ষাই, আজকের দিনের প্রধান শিক্ষা"
রবীন্দ্রনাথ


More information about the ubuntu-bd mailing list