[Ubuntu-BD] নেট সংযোগ ঘটাতে পারছি kintu Bngal likhte parchina aar Sound ashchena

Ovro Niil ovroniil at gmail.com
Thu Jun 3 17:18:44 BST 2010


>
> Dear
> Ovroneel,
> I did what you asked to do. But, nothing hapened. I can't see the SCIM
> icon,
> as the link says. should not I download fonts?
> I checked IBus, nothing new is there!
> Sushanta
>

SCIM ঠিকভাবে কাজ করানোর জন্য আপনাকে পিসি রিস্টার্ট করতে হবে। রিস্টার্ট করার
পর দেখবেন যে স্ক্রিনের ডান পাশে নীচে SCIM এর আইকন আসবে। এবার ওপেন অফিস বা
ফায়ারফক্স খুলে Ctrl+Space চেপে ইংলিশ ও অভ্র'র মধ্যে টগল করতে পারবেন। IBus
হচ্ছে আরেকটি পদ্ধতি যেটাতে আপাতত অভ্র'র সাপোর্ট নাই, কিন্তু সামনে শিগ্গিরই
আসছে। উবুন্টু ইন্সটল করলেই বাংলা ফন্ট আপনাআপনি ইন্সটলড হয়ে যায়, তাই অভ্র
ব্যবহার করার জন্য আলাদাভাবে ইন্সটল করার দরকার নেই যদিনা কোন বিশেষ ফন্ট আপনার
পছন্দের হয়ে থাকে। আপনি উবুন্টুর সফটওয়্যার সেন্টারে Bengali Font লিখে সার্চ
করলেই ফন্ট ইন্সটল করার অপশন পাবেন। তাছাড়া যেকোন বাংলা ফন্ট ডাউনলোড করে
সেটাকে ডাবল ক্লিক করলে Install বাটনে ক্লিক করলে সেটা ইন্সটল হয়ে যাবে।

আর সাজেদুর ভাই আপনাকে যে সফটওয়্যার ডাউনলোড করতে বলেছেন, সেটা সিডিতে রাইট
করার দরকার নেই, .deb ফাইল ডাউনলোড করে ডাবল ক্লিক করলেই Install অপশন আসবে
(অভ্র যেভাবে করেছেন সেভাবে)। উবুন্টুতে সফটওয়্যার ইন্সটলেশান নিয়ে জানতে হলে এটা
পড়ুন<http://ovroniil.wordpress.com/2010/06/02/%e0%a6%89%e0%a6%ac%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ab%e0%a6%9f%e0%a6%93%e0%a7%9f%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8/>।



-- 
অভ্রনীল ::: Ovroniil
http://ovroniil.wordpress.com/


More information about the ubuntu-bd mailing list