[Ubuntu-BD] স্লো ইন্টারনেট স্পীড
shiplu
shiplu.net at gmail.com
Sat Jul 31 21:40:38 BST 2010
2010/8/1 Goutam Roy <gtmroy at gmail.com>:
> আচ্ছা, আমি সবসময়ই উবুন্টুতে নেট স্পিড বেশি পাই, উইন্ডোজের চেয়ে। এর কারণ কী?
>
এর কারণ আপনি অনেকদিন ধরে উইন্ডোজের এই ইন্সটলেশনটা ইউজ করছেন। তাতে অনেক
সফটওয়্যারও ইন্সটল করা হয়েছে মনে হয়।
বিভিন্ন সফটওয়্যার ব্যাকগ্রাউন্ডে ইন্টারনেটে কানেক্ট হয়। এর মধ্যে কিছু
হাবিজাবি সফটওয়্যারও আছে যা কিনা ব্যান্ডউইথ অপচয় করছে। লিনাক্সে এরকম
সফটওয়্যার প্রায় সবই, মানে ইন্টারনেটের সাথে কানেক্ট হয়। কিন্তু সবগুলোই
খুব ম্যানেজড। ব্যান্ডউইথ অপচয় করে না।
আরেকটা ব্যাপার, বিভিন্ন ওয়েব পেজও ব্যান্ডউইথ কনজিউম করে। যেমন গুগল
ডকস, গুগল মেইল, ফেসবুক, ইউটিউব। এরকম ওয়েব সাইট ব্রাউজারে খুলে রাখলে
এরা ব্যান্ডউইথের একটা অংশ ব্যবহার করবেই। এসব ওয়েব অ্যাপ্লিকেশনরে এটাই
বৈশিষ্ট্য। এমন হতে পারে উইন্ডোজে এগুলো আপনি বেশি ওপেন করে রেখেছেন।
আমি লিনাক্স, উইন্ডোজে সমান স্পিড পাই। কোন ডিফারেন্স নাই। স্পিড একটু
বেশি পাই সরাসরি রাউটারের সাথে কেবল লাগালে নয়ত না। :P
Shiplu Mokadd.im
My talks, http://talk.cmyweb.net
Follow me, http://twitter.com/shiplu
SUST Programmers, http://groups.google.com/group/p2psust
Innovation distinguishes bet ... ... (ask Steve Jobs the rest)
More information about the ubuntu-bd
mailing list