[Ubuntu-BD] Important: Ubuntu trademark violation
Kazi Md. Shahidul Haque Gazi
shahidul_cse at y7mail.com
Sat Jul 31 08:04:32 BST 2010
ভাই,
আমিও রিং ভাইয়ের সাথে একমত, বিষয়টি নিয়ে একজন ভাল উকিলের পরামরশ নেওয়া যেতে পারে
,তাদের কে উকিলের মাধ্যমে একটি নোটিশ পাঠানো যেতে পারে,পরবতী সময়ে আইনুযায়ী
ব্যবস্তা নেওয়া যেতে পারে ।
<<<গাজী>>>
________________________________
From: সাজেদুর রহিম জোয়ারদ <toshazed at gmail.com>
To: Ubuntu Bangladesh <ubuntu-bd at lists.ubuntu.com>
Sent: Sat, 31 July, 2010 10:17:26 AM
Subject: Re: [Ubuntu-BD] Important: Ubuntu trademark violation
রাসেল জন, শাবাব আর শাহরিয়ার ভাই
আপনারা বর্তমানে আমাদের "উবুন্ট বাংলাদেশ" পরিবারের পথপ্রদর্শক। আপনারা তড়িৎ
সিদ্ধান্ত নিন। পরিস্থিতি সময় অতিবাহিত হবার সাথে সাথে ভয়ংকর রূপ ধারন করতে
পারে। আমার পরিচিত একজন ব্যারিস্টার আছেন। উনি UNDP তে লিগ্যাল অ্যাফেয়ার্স
এ্যাডভাইজার। আমরা কি উনার পরামর্শ / সাহায্য চাইতে পারি?
রিং
+8801671411437
--
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd at lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
More information about the ubuntu-bd
mailing list