[Ubuntu-BD] স্লো ইন্টারনেট স্পীড

saeed ahmed saeed.sas at gmail.com
Sat Jul 31 08:19:34 BST 2010


নিপুণ ভাই,

বিষয়টা এমন না। এতে বেচারা উইন্ডজ এর কোনো দোষ নেই। আসলে পোর্টের নিদির্ষ্ট
এড্রেস থাকে। ডিভাইসগুলো ইনস্টলের সাথে সাথে পোর্টের এড্রেসটা ডিভাইসে এবং OS এ
সংরক্ষিত থাকে।

ডিভাইসকে পোর্টে এবং OS কে চেনাতে হলে ডিভাইস ড্রাইভার প্রয়োজন হয়। মুলত এই
সমস্যার মুল কারন হলো ডিভাইস ড্রাইভার। পোর্ট এড্রেস এবং ডিভাইস এড্রেসের সংযোগ
করে দেয় ডিভাইস ড্রাইভার। ডিভাইস ড্রাইভার এর আরেকটি কাজ হলো ডিভাইস সনাক্তকরন।
তাই অন্য পোর্টে ডিভাইস সংযোগ দিলে এড্রেসটি খুজে পায় না। এই কারনে এমন হয়।

এই সমস্যাগুলো হওয়ার আরেকটি কারন হলো ডিভাইস প্রস্তুতকারক তাদের ডিভাইসের জন্য
ড্রাইভার গুলোকে প্লাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট করে না। যেমন নকিয়া।

saeed ahmed
http://saeed05.wordpress.com

2010/7/31 raihan choudhury <nipun0410074 at gmail.com>

> "সপ্তম জানালা" তে ইহা একটি প্রচলিত ব্যাধি,ঊহাতে যে পোর্টে মদেম ইনস্টল হইবে
> তা ব্যতিত আর কোন পোর্টে মদেম পাইবেক না।অন্য পোর্টে পাওয়াতে হইলে আনইন্সটল
> করে
> নতুন পোর্টে ঢুকিয়ে ইনস্টল দিতে হই বেক।তাই ঝামেলা পূর্ণ "সপ্তম জানালা" হইতে
> বিরত থাকার পরামর্শ রইল
>
> Raihan Choudhury nipun
> (রায়হান চৌধুরী নিপুণ)
> Mechanical Engineer
> BUET,Dhaka
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list