[Ubuntu-BD] Important: Ubuntu trademark violation

Shabab Mustafa shabab at linux.org.bd
Fri Jul 30 18:58:02 BST 2010


আসলেই জিডিটা করে রাখা মনে হয় জরুরি। যেহেতু টাকা পয়সায় ব্যাপার শোনা যাচ্ছে
এবং মানুষজন খোঁজাখুঁজি করছে, কখন জনগণের বন্ধুরা এসে সরকারি অতিথিখানার অতিথি
বানিয়ে দেয় তা তো বলা যায় না। সাত সমুদ্রের ওপার থেকে ক্যানোনিক্যালের সাহায্য
এসে পৌঁছতে পৌঁছতে পৌনে বারোটা বেজে যাবার আশংকা থেকেই যাচ্ছে। আর তারা পৌঁছলেও
তো শুধুমাত্র লোগোর কপিরাইট / ট্রেডমার্ক  নিয়ে মাথা ঘামাবে। প্রতারণার মামলায়
নাক গলাবে কিনা সেটাও তো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এই ব্যাপারে আলসেমি
করলে পরে বড় মাশুল দিতে হতে পারে। টাকা হারালে মানুষজন খুবই প্রতিহিংসা পরায়ণ
হয়ে ওঠে এবং পাগলামি করে।

আগে পরিচিত কোন আইন বিশেষজ্ঞের সাথে একটু আলাপ করতে পারলে ভাল হয়।

---
Shabab Mustafa



2010/7/30 Sarim Khan <sarim2005 at gmail.com>

> এইমাত্র চট্টগ্রামের একটা ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম,
>
> ubuntu rural academy
> GEC moor e ase
> ami onekdin thekei dekhi
> ar vabi jabo
>
> এটি অনেক দিন থেকেই বর্তমান। প্রায় আমার জানা মতে ৩-৪ মাসের মত তো হবেই,
> ত-৪ মাস আগে একবার এটার নাম শুনেছিলাম ভাইয়ের থেকে,খেয়াল করি নি।
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list