[Ubuntu-BD] স্লো ইন্টারনেট স্পীড
saeed ahmed
saeed.sas at gmail.com
Fri Jul 30 12:10:15 BST 2010
এটা উবুন্টুর জন্য হচ্ছে না। জিপির কারনেই এমন হচ্ছে। জিপি তার সার্ভিসের
তুলনায় অনেক বেশি টাকা নেয়। জিপি ইন্টারনেটকে না বলুন। যদি ঢাকার বাহিরে হোন
তাহলে জুম আলট্রা ব্যবহার করুন। এখন এদের সবখানে নেটওয়ার্ক আছে (*150 kbps)
ব্যবহার করে দেখুন ভালো লাগবে।
saeed ahmed
http://saeed05.wordpress.com
2010/7/30 zia mohi <ziamohi777 at gmail.com>
> প্রিয় সবাই,
>
> জিপি ইন্টারনেট কানেকশন স্লো পাচ্ছি উবুন্টুতে I উবুন্টু ভার্সন ১০.০৪ I
> প্রথমে
> স্পীড পাই কিন্তু কিছুক্ষণ পর ধীরগতি হয়ে যায় I এ ব্যাপারে সাহায্য চাই I
>
> শুভেচ্ছান্তে,
>
> জিয়া
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
More information about the ubuntu-bd
mailing list