[Ubuntu-BD] 4.1 Speaker problem & Realtek Audio Driver for Linux Mint 9

Ovro Niil ovroniil at gmail.com
Wed Jul 28 17:06:32 BST 2010


লিনাক্স মিন্টে কিংবা উবুন্টুতে আলাদা কোনো ড্রাইভার ইন্সটল করা লাগেনা। আপনি
প্যানেলের সাউন্ড আইকনে ক্লিক করে Preferemces এ যান কিংবা Mint Menu > System
>  Control Center > Hardware > Sound এ যান। এখানে Hardware ট্যাবে গিয়ে রিং
ভাইয়ের কথামত কনফিগারগুলো করে দেখুন।

অথবা আরেকটা কাজ করতে পারেন। টার্মিনালে নীচের কোডটি লিখুন:
sudo gedit /etc/pulse/daemon.conf

তারপর যে ফাইলটি ওপেন হবে সেটার মধ্যে নীচের লাইনটি খুঁজুন
*default-sample-channels = 2 *

এরপর যেহেতু আপনার স্পিকার 4.1 সেহেতু লাইনটকে পাল্টে লিখুন
*default-sample-channels = 4*

ফাইলটি সেভ করে বেরিয়ে আসুন। পিসি রিস্টার্ট করুন।


-----
.:: অভ্রনীল ::: Ovroniil ::.

❆ আমার সাইট ➠ http://ovroniil.wordpress.com/
❆ সহজ উবুন্টু শিক্ষা ➠ http://ovroniil.wordpress.com/ubuntux/sus/


More information about the ubuntu-bd mailing list