[Ubuntu-BD] 4.1 Speaker problem & Realtek Audio Driver for Linux Mint 9
Bokhari, Saif Imam
saifimam at gmail.com
Wed Jul 28 15:34:59 BST 2010
শুভ সন্ধ্যা,
আমি লিনাক্স মিন্ট ৯ ব্যবহার করছি। সাউন্ডের সমস্যা বাদে সবকিছুই ঠিক আছে।
সমস্যাটা হচ্ছে, আমি মিন্টের বিল্টইন ড্রাইভার থেকে সাউন্ডের সম্পূর্ণ সাপোর্ট
পাচ্ছি না। আমার 4.1 স্পিকার অথচ সাউন্ড আসে মাত্র ২টা স্পিকার থেকে, বাকীগুলো
বন্ধ থাকে। স্পিকারের সেটিংস 4.1 এ করারও কোন অপশন পাচ্ছি না। উইন্ডোজে
(উইন্ডোজ ৭) আমি Realtek Audio Driver V5.10.0.5904 (Audio Codec:
ALC833/ALC8662) ব্যবহার করতাম এবং কন্ট্রোল প্যানেলে Realtek এর একটা সেটিংস
পেতাম। উইন্ডোজ ছেড়ে পুরোপুরি মিন্টে চলে আসাতে খুব সমস্যায় পড়ে গেছি। নেট
ঘেঁটে Realtek এর লিনাক্সের জন্য কোন ড্রাইভারও পাইনি। আমার মাদারবোর্ডের মডেল:
Asus: P5GC-MX/1333 । সাউন্ড কার্ড বিল্টইন।
আমার সবগুলো স্পিকারে সাউন্ড আনার জন্য সাহায্য করলে খুবি উপকার হতো। আশা করি
লিনাক্সে অনেকেই 4.1 স্পিকার ভালোভাবে চালাচ্ছেন।
-সাইফ
More information about the ubuntu-bd
mailing list