[Ubuntu-BD] সাহায্য চাই

shiplu shiplu.net at gmail.com
Tue Jul 27 23:46:04 BST 2010


2010/7/27 mahmood shoyeb <shmood at gmail.com>:
> আমি একজন আগ্রহী লিনাক্স ইউজার । আমার আগ্রহ দেখে কর্তৃপক্ষ আমাকে একটা
> ক্লাস কন্ডাক্ট করতে বলেছে লিনাক্সের উপরে যেখানে প্রশিক্ষণার্থী বিভিন্ন
> কলেজ/স্কুলের শিক্ষকবৃন্দ। আমি মনে করি এটা একটা বড় সুযোগ লিনাক্স
> ব্যবহার প্রসারিত করার জন্য। এবিষয়ে আপনাদের পরামর্শ চাচ্ছি। উল্লেখ্য
> আমি ক্লাসটা নেব উবুন্টু ল্যুসিডকে কেন্দ্র করে।

এ তো খুবই ভাল একটা ব্যাপার। একটা পরামর্শ দিতে পারি। তা হল উবুন্টুর
কিছু টিউটোরিয়াল আছে বিভিন্ন সাইটে।
সেগুলো পড়ে নিন। তাহলে সবার প্রশ্নের উত্তর দিতে পারবেন। অনেকেই হয়ত
জিজ্ঞাসা করবে বিভিন্ন জিনিষ। উইন্ডোজের সাথে তুলনাও করবে। কেন উইন্ডোজ
ছেড়ে উবুন্টু ব্যবহার করবে তাও জানতে চাইবে। এসব ব্যাপার আপনি
পুঙ্খানুপুঙ্খ ভাবে জেনে নিন। "কেন উইন্ডোজ ছেড়ে উবুন্টু" আর "উইন্ডোজের
X সফটওয়্যারের মত লিনাক্সে কি আছে" এই দুটো ব্যাপার ভালভাবে জেনে নিন।
তাহলে বেশির ভাগ ইউজারই লিনাক্স ব্যবহার করতে চাইবে।
এরকম কিছু ব্যাপারই নতুন ইউজারদের থামিয়ে দেয়।



Shiplu Mokadd.im
My talks, http://talk.cmyweb.net
Follow me, http://twitter.com/shiplu
SUST Programmers, http://groups.google.com/group/p2psust
Innovation distinguishes bet ... ... (ask Steve Jobs the rest)


More information about the ubuntu-bd mailing list